ফ্লিপকার্টে চলছে বিগ বিলিয়ন ডে'জ সেল। অন্যদিকে অ্যামাজনে চলছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেল। দুই জায়গাতেই স্ℱমার্টফোন, হোম অ্যাপ্লায়েন্স-সহ প্রায় প্রতিটি সেগমেন্টেই আকর্ষণীয় ছাড় দেওয়া হচ্ছে।
ছাড় দেওয়া হচ্ছে সস্তার ফিচার ফোনেও। দুটি সাইটেই বাম্পা💛র এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হচ্ছে। ফলে ফিচার ফোনগুলি আরও🦩 সস্তায় কিনতে পারবেন। তাই একটা রাফ ইউজের ফোন কেনার পরিকল্পনা থাকলে এটাই সেটা কেনার সেরা সময়।
Flipkart-এ সস্তার ফিচার ফোন
১. DIZO Star 300
Dizo রিয়েলমির সাব-ব্র্যান্ড। এর নতুন ফিচার ফোন ♎DIZO Star 300 ফ্লিপকার্টে সেলে ভালই বিক্রি হচ্ছে। ১,৪৯৯ টাকা দাম। তবে সেলে ৩০০ টাকা কম অর্থাৎ ১,১৯৯ টাকায় কেনা যাবে। শুধু তাই নয়, গ্রাহকরা ৬০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও পেতে পারেন। অর্থাৎ মাত্র ৫৯৯ টাকায় ফোনটি কেনা যাবে।
২. Easyfone Shield
ফোনটির MRP ৬,৪৯৯ টাকা। ফ্লিপকার্টে সেলে ৫,৩৯৯ টাকায় পা🎉বেন। সর্বোচ্চ ৪,৮৫০ টাকার এক্সচেঞ্জ অফার পাবেন। অর্থাৎ, যদি আপনি সম্পূর্ণ✱ এক্সচেঞ্জ বোনাস পান, তাহলে ফোনটির দাম পড়বে মাত্র ৫৪৯ টাকা।
Amazon-এ সস্তার ফিচার ফোন
১. Nokia 105 Single SIM (Black)
আমাজনে মাত্র ১,২৪৯ টাকায় পাবেন। তবে আমাজনের সেলে মাত꧃্র ৪৯৯ টাকায় পাবেন। থাকছে ৭৫০ টাকা পর্যন্ত ဣএক্সচেঞ্জ অফার।
২. NOKIA 105 Dual SIM (Black)
ফোনের MRP ১,৩৪৯ টাকা। কিন্তু আমাজনে সেলে ১,২৯৯ টাকায় পাবেন। এই ফোনেও ৭৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাবেন। অর্থাত্ সম্পূর্🍨ণ এক্সচে✅ঞ্জ বোনাস পেলে মাত্র ৫৪৯ টাকায় কেনা যাবে।