অপরিচিতের সঙ্গে বন্ধুত্বের মাশুল গুণতে হচ্ছে অনেককেই। না বুঝেই প্ৰথমে পা দিচ্ছেন প্রেমের ফাঁদে, তারপরেই প্রতারণার ফাঁদে। বিশাখাপত্তনমের একজন ইঞ্জিনিয়ারিং🌠 স্নাতকের সঙ্গে এমন✅ই ঘটনা ঘটেছে। অনলাইন ডেটিং কেলেঙ্কারির শিকার হয়ে, ২৮ লক্ষ টাকারও বেশি খুইয়ে বসেছেন তিনি।
আরও পড়ুন: (WhatsApp New Feature: ইন🤪স্টাগ্রামের মতোཧ মজা পাবেন হোয়াটসঅ্যাপেও! এক ক্লিকেই রিশেয়ার হবে স্ট্যাটাস)
ডেটিংয়ের নামে ২৮ লক্ষ টাকা প্রতারণা
তদন্তে জানা গিয়েছে যে ভিকটিম হলেন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, একটি জাল অনলাইন প্রোফাইলকে আসল ভেবে বসেই, চাপে পড়েছেন। একটি সুপরিকল্পিত কেলেঙ্কারির ফাঁদে পড়েছিলেন তিনি। তেলেঙ্গানার এই প্রতারকরা একটি🐟 জাল প্রোফাইল তৈরি করে ওই ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছেন। তাঁর আবেগকে কাজে লাগিয়ে, তাঁকে অজুহাত দেখিয়ে, বিপুল পরিমাণ অর্থ স্থানান্তর করতে রাজি করানো হয়েছিল। পুলিশ গ্যাংয়ের সদস্য কোমাগোনি লোক⭕েশকে শনাক্ত করেছে এবং অন্য দুই সহযোগীকে এখনও খুঁজছে।
এভাবেই চলে রোমান্স বা ডেটিং স্ক্যাম
উল⛎্লেখ্য, এই ডেটিং স্ক্যাম হল একটি নতুন ধরনের প্রতারণা, যেখানে সাইবার অপরাধীরা নিরপরাধ পুরুষদের ফাঁসানোর জন্য ডেটিং ✅ওয়েবসাইট বা অ্যাপে আকর্ষণীয় মহিলাদের ছবি দিয়ে জাল প্রোফাইল তৈরি করে৷
ডেটিং কেলেঙ্কারিতে যুক্ত স্ক্যামাররা অন্য ব্যক্তির বিশ্বাস অর্জন করতে এবং তাঁদের সঙ্গে মনের সম্পর্ক গড়ে ♈তুলতে, ক্রমাগত রোমান্টিকভাবে কথা বলেন। সাইবার ক্রাইম থানার পরিদর্শক কে ভবানী প্রসাদ এ প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে সাইবার অপরাধীরা ঠকিয়ে টাকা নেওয়ার জন্য, নিজেদের নিয়ে একটি আকর্ষণীয় গল্প তৈরি করেন। জাল গল্পের মাধ্যমে অর্থ আদায় ছাড়াও, স্ক্যামাররা ব্যক্তির একান্ত ব্যক্তিগত তথ্য প্রকাশ করার হুমকি দেন। তাঁদের অনলাইন সম্পর্কের সময় শেয়ার করা অশালীন বা নগ্ন ছবিগুলি প্রকাশ করে ভিকটিমকে ব্ল্যাকমেইল করারও চেষ্টা 🍃করেন।
আরও পড়ুন: (SEBI Study On Traders: বিবাহিত ব্যবসায়ীরা ইন𝓡্ট্রাডে ট্রেডিংয়ে বেশি মুনাফা পাচ✨্ছেন! ব্যাপারটা কী)
ডেটিং স্ক্যাম এড়ানোর উপায়
- স্ক্যামাররা প্রায়ই আপনাকে একটি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কের লোভ দেখায়। তখন প্রোফাইল ইমেজের সত্যতা নিশ্চিত করুন।
- ব্যক্তিগত তথ্য শেয়ার করার দিক থেকে সতর্ক থাকুন।
- শুধুমাত্র অনলাইনে কথা হয়েছে, এমন কাউকে টাকা পাঠাবেন না, কারণ যাই হোক না কেন।
- আপনার আর্থিক তথ্য বা ঠিকানার মতো সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না।
- যদি কিছু দেখে, আপনি জালিয়াতির সন্দেহ করেন, অবিলম্বে তাঁর সঙ্গে কথা বলা বন্ধ করুন।
- আপনার সঙ্গে যে রোম্যান্স স্ক্যাম হচ্ছে না, তা আগে নিশ্চিত করুন এবং আগে থেকে সচেতন হয়ে যান।
- এমন ব্যক্তিদের থেকে দূরে থাকুন, যাঁরা নিজেকে বিদেশী বলে দাবি করেন বা ব্যক্তিগতভাবে দেখা করতে আসতে চান না।