গোপনে নয়, পরিবার পরিজন সবাই জানেন, ১২ সন্তানের বাবা হয়েছেন ইলন মাস্ক। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, নিউরালিংক স্পেসএক্স এবং টে🔴সলা কোম্পানির মালিক, ৫২ বছর বয়সী মাস্ক মুখ খুলেছেন সম্প্রতি। কয়েকদিন আগেই জানা গিয়েছিল যে তাঁর ১২তম সন্তান, ২০২৪ সালেই জন্মগ্রহণ করেছে। নবজাতকের মা হলেন শিভন গিলিস, ❀২০২১ সালের পর মাস্কের সঙ্গে এই নিয়ে তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন তিনি, ইলন মাস্কের নিউরালিংক কোম্পানিতেই ম্যানেজার পদে কাজ করেন গিলিস।
ইলন মাস্কের মোট ১২ সন্তানের মধ্যে তিনজন মাস্ক ও গিলিসের সন্তান। আরও ৮ সন্তানের মধ্যে ৫ জন মাস্কের প্রথম স্ত্রী লেখক জাস্টিন মাস্কের সন্তান এবং আরও তিনজন হল গায়িকা গ্রিমসের সন্তান। যদিও গ্রিমস বর্তমা🌟নে তাঁদের তিন সন্তানের পিতামাতার অধিকার নিয়ে মাস্কের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানা গিয়েছে। এছাড়াও, ২০০২ সালে উইলসনের সঙ্গে তাঁর প্রথম সন্তান নেভাদা আলেকজান্ডারকেও জন্ম দিয়েছিলেন ইলন মাস্ক। কিন্তু দুর্ভাগ্যবশত, শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে, দশ সপ্তাহের মধ্যে মারা গ♛িয়েছিল। সে বেঁচে থাকলে আজ ১৩ সন্তানের বাবা হতেন ইলন মাস্ক।
ঠিক কী বলেছেন ইলন মাস্ক
যাইহোক, প্ৰথমে মাস্ক বা গিলিসের তরফে ১২তম🍬 নবজাতকের সম্পর্কে কিছু নিশ্চিত করা হয়নি বলেই দাবি করেছিল এক সংবাদ সংস্থা। বলা হয়েছিল, মাস্ক নাকি আপাতত সবটা গোপনেই রেখেছেন। কিন্তু সে অভিযোগ এবার নাকচ করেছেন তিনি নিজেꦗই।
স্পষ্ট ভাষায় জানিয়েছেন, প্রেসকে এই বিষয়ে জানালে, বিষয়টা অদ্ভুত লাগতে পারত। তবে, প্রেস রিলিজ করিনি বলে, এমনটা নয় যে কিছু গোপনে রেখেছি। আমার পরিবার, বন্ধু, সবাই একই প্রসঙ্গে আগে থেকেই জানে। জান🍌া গিয়েছে, খুব শীঘ্রই নিজের ১২তম নবজাতকের নাম ও লিঙ্গ সকলের প্রকাশ্যে নিয়ে আসবেন মাস্ক।
এত সন্তানের জন্ম দিয়েছেন, শুধুমাত্র মানব সভ্যতা রক্ষার্থেই
বিশ্ব উষ্ণায়নের থেকেও বড় বিষয় হল জনসংখ্যার সংকট। মাস্ক বিশ্বাস করেন যে বিশ্ব বর্তমানে কম জনসংখ্যার সংকটের মুখোমুখি এবং ভাল আইকিউ আছে এমন ব্যক্তিদের সন্তান হওয়া উচিত। ২০২১ সাল🐻ে তাই বলেছিলেন যে মানুষ যদি আরও বেশি সন্তানের জন্ম না দেয় তবে আমাদের সভ্যতা শেষ হয়ে যাবে।
গিলিসকে স্পার্ম ডোনেটের প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
এমনই বিশ্বাস থেকেই, সম্ভবত মাস্ক নিজেই গিলিসকে সন্তান নিতে বলেছিলেন। লেখক ওয়াল্টার আইজ্যাকসন, যিনি ইলন মাস্কের আত্মজীবনী লিখেছেন, তিনিই লিখেছেন যে মাস্ক নিཧউরালিংক ম্যানেজার শিভন গিলিসকে স𝓡ন্তান নেওয়ার জন্য নিজের স্পার্ম ডোনেট করার প্রস্তাব দিয়েছিলেন।
আরও পড়ুন: (Tata Nexon Discount: ১৫ দিনের মধ্যে🤪 কিনলে 💟১ লক্ষ টাকা ছাড়, বিরাট অফার দিচ্ছে Tata Nexon)
মহিলাদের সন্তান নেওয়ার জন্য চাপ দিতেন আগাগোড়াই
১৫ দিন আগে আমেরিকান সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করেছিল যে মাস্ক মহিলা কর্মীদের সন্তান নেওয়ার জন্য চাপ দিয়েছিলেন। মামলায় তিনজন মহিলা এগিয়ে এসেছিলেন, যাদের মধ্যে দু'জন দাবি করেছিলেন যে মাস্কের সঙ্গে তাঁদের শারীরিক সম্পর্ক ছিল। একজন༺ মহিলা জানিয়েছেন যে মাস্ক তাঁকে সন্তান নেওয়ার জন্য চাপ দিয়েছিলেন। এই মহিলাদের মধ্যে একজন স্পেস-এক্স-এ ইন্টার্ন ছিলেন। ওই মহিলারা সন্তান নিতে রাজি না হওয়ায় নাকি বেতনও দিতে চাননি মাস্ক। অন্যদিকে, ইলন মাস্কের আইনজীবীরা ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন।