লক্ষ্য নিরাপদ, বিশ্বস্ত এবং দায়বদ্ধ ইন্টারনেট। আর সেটা নিশ্চিত করতে এখনও পর্যন্ত ৩২০টি মোবাইল অ্যাপ ব্লক করা হয়েছে। বুধবার সংসদে এমনই তথ্য দিল কেন্দ্র সরকার। তথ্যপ্রযুক্তি (আইটি) আইনের বিধানের অধীনেই তা করা হয়েছে।
বাণিজ্য ও শিল্প মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সোমপ্রকাশ লোকসভায🥀় লিখিত উত্তরে জানান, উক্ত মোবাইল অ্যাপ্লিকেশনগুলি দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, প্রতিরক্ষা এবং সুরক্ষার স্বার্থে ব্লক করা হয়েছে।
এর মধ্যে ফেব্রুয়ারি মাস, ৪৯ টি অ্যাপ দ্বিতীয়বারের জন্য ব্লক করা হয়। আগে ব্লক করা এই অ্যাপগুলির নতুন নামে ব্র্যান্ডিং করার পরে পুনরায় চালু করা হয়েছিল, জানিয়েছেন তিনি।তথ্য প্রযুক্তি (আইটি) আইন, ২০০০-এর 69A ধারার অধীনে এ পর্যন্ত ৩২০টি মোবাইল অ্যাপ্লিকেশন ব্লক করা হয়েছে।
আরও পড়ুন : সাবধানের মার নেই! ফোনে এই Settings-গুলি অন করে নিন, ১ মিনিট লাগবে
কেন্দ্রীয় বিশেষজ্ঞদের মতে, এই অ্যাপগুলি ব্যবহারকারীদের তথ্য🥃 চুরি ও ফাঁসের সঙ্গে জড়িত ছিল। এই অ্🌼যাপগুলির মধ্যে বেশ কিছু চিনা অ্যাপও ছিল বলে জানা গিয়েছে। ভারতে এই অ্যাপগুলির কোনও কোনওটির কোটি কোটি ব্যবহারকারী ছিল।