𝕴 ফের গাড়ির দাম বাড়াল টাটা মোটর্স। চলতি বছর এই নিয়ে তৃতীয়বার গাড়ির দামি বাড়াচ্ছে সংস্থা। এর আগে ২০২২ সালের জানুয়ারি এবং মার্চ মাসেও টাটা মোটর্স গাড়ির দাম বাড়িয়েছিল। এবার ফের ২.৮৭% দাম বাড়ানো হয়েছে ।
ဣএর ফলে টাটার জনপ্রিয় হ্যাচব্যাক Tiago এবং সেডান Tigor-এর দাম প্রায় ১৫,০০০ টাকা পর্যন্ত বেড়ে যাবে। কোম্পানি ইতিমধ্যেই Nexon, Punch, Safari, Harrier এবং Altroz-এর দাম ১.১% বাড়িয়েছে।
টাটা টিয়াগোর নতুন দাম
🔴ভারতে এন্ট্রি লেভেল গাড়ির চাহিদা অনেকটাই বেশি। তাছাড়া এই সেগমেন্টে ক্রেতারা দামের দিক দিয়ে কিছুটা স্পর্শকাতর। কিন্তু এই 'সস্তার গাড়ি' Tiago-র দাম এক ধাক্কায় বাড়াল টাটা মোটর্স। গাড়ির বেস ভেরিয়েন্টের দাম অনেকটাই বাড়ানো হয়েছে।
💜বর্তমানে টিয়াগোর বেস ভেরিয়েন্ট XE কিনতে, আপনাকে আরও ১৫ হাজার টাকা বেশি খরচ করতে হবে। আগে, পেট্রোল ভেরিয়েন্টের এক্স-শোরুম দাম ছিল ৫,২২,৯০০ টাকা। এখন সেটা বেড়ে ৫,৩৭,৯০০ টাকা হয়েছে। পেট্রোলের টপ ভেরিয়েন্টের নতুন দাম ৭,৩২,৯০০ টাকা হয়েছে।CNG ভেরিয়েন্টের বেস মডেল XE-রও দাম ১৫ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে।