শেষ হতে চলল উইন্ডোজ ১০ এর যুগ। মাইক্রোসফ্টꦗের তরফে জানানো হয়েছে, যে খুব শিগগির শেষ হবে উইন্ডোজের এই নয়া ভার্সান। সংস্থা জানিয়েছে, বর্তমানে যে উইন্ডোজ ১০ এর ভার্সানটি রয়েছে সেটিই থাকবে শেষ হিসাবে। ফলে আপনার কম্পিউটার যদি উইন্ডোজ ১০ এ চলে, তাহলে জেনে রাখুন, এই অপারেটিং সিস্টেমের মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত।
বিশ্ববিখ্যাত প্রযুক্তি সংস্থা মাইক্রোসফ্ট জানিয়েছে ২০২৫ সালের অক্টোবরেই আয়ু শেষ হচ্ছে উইন্ডোজ ১০ এর। সংস্থা জানিয়েছে, ১৪ অক্টোবর ২০২৫📖 সালই উইন্ডোজ ১০ এর শেষ। বর্তমানে যে 22H2 ভার্সানটি রয়েছে, সেটিই থাকবে চূড়ান্ত হিসাবে। বাকি সমস্ত এডিশন থাকবে সমর্থনের যোগ্য হিসাবে। বর্তমানে যে ‘লং টার্ম সার্ভিসিং চ্যানেল রিলিজ’ হয়, তা হতে থাকবে। ওই নির্দিষ্ট তারিখের পরও চলবে আপডেট গ্রহণ। যাতে সিস্টেম তার নিজস্ব জীবনচক্রকে চালিয়ে যেতে পারে।
( ‘BJP আর অটলজির সময়ের🐽 মতো নেই,’ দল বদলের পর বললেন হেভিওয়েট আদিবাসী নেতা)
( গরম ভেজেও বেগুনভাজা কি ভাতপাতে নেতিয়ে পাঁ😼ক হয়ে যায়? জানুন মꦡুচমুচে করার উপায়)
(বাড়ির বে🍌ল বাজিয়ে পালাচ্ꦓছিল ৩ কিশোর, ইয়ার্কিতে বিরক্ত গৃহকর্তা ঘটালেন হত্য়াকাণ্ড)
( খুব কম তেলে চপ, পক🐲োড়া ভাজতে চান? এই পদ্ধতিতে করুন কেল্লা ফতে! রജইল টিপস)