Updated: 08 Jan 2021, 10:46 AM IST
HT Bangla Correspondent
যেভাবে ট্রাম্প সমর্থকরা মার্কিন সংসদের মধ্যে ঢুকে দাঙ্গা, হাঙ্গামা করেছে তার পর কোণঠাসা রাষ্ট্রপতি। একই সঙ্গে সংসদের যৌথ অধিবেশনে শংসাপত্র পেয়ে গিয়েছেন জো বাইডেন। ক্যাপিটলে হামলার নিন্দা করে ইস্তফা দিচ্ছেন ট্রাম্প প্রশাসনের অনেকে। এর জেরে অনেকটাই সুর নরম ডোনাল্ড ট্রাম্পের।
ভিডিও বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন যে যারা হিংসা ও ধ্বংসের পথ বেছে নিয়েছে, তারা আমেরিকার প্রতিনিধি নয়। যারা আইন ভেঙেছে, তাদের এর জন্য ক্ষতিপূরণ দিতে হবে। ট্রাম্প বলেন যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভোট প্রক্রিয়া শেষ হয়েছে ও এখনও সবাই খুব উত্তেজিত। কিন্তু এবার শান্ত হওয়ার সময় বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প।
সরাসরি জো বাইডেনের নাম না নিয়ে তিনি বলেন কংগ্রেস সার্টিফিকিটে দিয়েছে তাই এখন শান্তিপূর্ণ ও বিনা সমস্যায় ক্ষমতা হস্তান্তরের ওপর তারা জোর দেবেন। তবে ভবিষ্যতে যে ফের তিনি ভোটে দাঁড়াতে পারেন, এদিন তারও ইঙ্গিত দিয়ে রাখেন ডোনাল্ড ট্রাম্প।