Updated: 27 Jul 2022, 08:36 PM IST
লেখক Sritama Mitra
জিএসটি ইস্যুতে ফের সুর চড়াল তৃণমূল কংগ্রেস। ২১ জু... more
জিএসটি ইস্যুতে ফের সুর চড়াল তৃণমূল কংগ্রেস। ২১ জুলাই জিএসটি ইস্যুতে সুর চড়া করেছিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ইস্যুকে সামনে রেখে প্যাকেটজাত মুড়িতে জিএসটি নিয়ে সুর চড়ালেন দলের সাংসদরা। দলের সাসপেন্ডের সাংসদরা এদিন সংসদের গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান থালায় মুড়ি নিয়ে। উপস্থিত ছিলেন দোলা সেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মহুয়া মৈত্ররা। এর আগে সংসদের নিয়মভঙ্গের অভিযোগে ১৯ জন সাংসদকে সপ্তাহের বাকি দিনের জন্য সাসপেন্ড করা হয়। তাঁদের মধ্যে ছিলেন ৭ জন তৃণমূল সাংসদ। জানা গিয়েছে, একটানা ৫০ ঘণ্টা ধরে এই সাংসদরা গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাবেন।