বুধবার রাতে ভাটপাড়ার মেঘনা জুটমিলের সামনে গুলি চালনার ঘটনায় বিজেপি নেতা অর্জুন সিংকে ফের নোটিশ পাঠাল পুলিশ। শুক্রবার সমস্ত নথিসহ তাঁকে জগদ্দল থানায় হাজিরা দিতে 🌠বলা হয়েছে। হাজিরা নಞা দিলে তাঁকে গ্রেফতার করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে পুলিশের তরফে।
মেঘনা জুটমিলের ২ শ্রমিকদের মধ্যে ঝামেলার সময় বুধবার রাতে সেখানে হাজির ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সেখানে গুলি চলে বলে অভিযোগ। গুলিতে আহত হন সাজ্জাদ নামে এক তৃণমূলকর্মী। সেই ঘটনায় গুলি চালানোর অভিযোগ ওঠে অর্জুন সিংয়ের বিরুদ্ধেই। বুধবার রাতেই অর্জুনের বিরুদ্ধে FIR দায়ের করে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে ২ বার নোটিশ পাঠিয়ে থানায় তলব করা হয়। কিন্তু অর্জুন সিং সাফ করে দেন, তিনি থানায় যাবেন না। এর পর বিকেলে অর্জুনের বাড়িতে পৌঁছয় পুলিশ। প্রায় ১ ঘণ্টা পর সেখান থেক꧂ে বেরোন পুলিশ আধিকারিকরা। রাতে অর্জুন সিংয়ের বাড়িতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বেরিয়ে বলেন, ‘অর্জুন সিং থাকলে ব্যারাকপুরে ভোটলুঠ করতে পারবে না তৃণমূল। তাই পথের কাঁটা সরানোর চেষ্টা চলছে।’ এর পরই রাত সাড়ে ৯টা নাগাদ অর্জুন সিংয়ের বাড়িতে জগদ্দল থানা থেকে ৩টি নোটিশ পৌঁছয়।
জানা গিয়ে𓆉ছে, ২টি নোটিশে অর্জুন সিংকে তাঁর বন্দুকের লাইসেন্স নিয়ে ও আরেকটি নোটিশে তাঁর বাড়ির সিসিটিভি ফুটেজ নিয়ে শুক্রবার জগদ্দল থানায় হাজিরা দিতে বলা হয়েছে। আর তৃতীয় নোটিশে হাজিরা না দিলে গ্রেফতা🦂রির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
অর্জুনের ছেলে বিধায়ক পবন সিং বলেন, ‘বাবার সঙ্গে যখন পুলিশ কথা বলছিল তখন সেখানে তো আমꦯি ছিলাম। বাবা বলেছেন, তিনি অবশ্যই তদন্তে সহযোগিতা করবেন। তবে পুলিশের ওপর তাঁর আস্থ𒁏া নেই। তাই যা হবে আদালতের মাধ্যমে।’
এবার দেখার𓃲 শুক্রবারও অর্জুন সিং আদালতে হাজিরা না দিলে কী পদক্ষেপ করে পুলিশ?