সাধারণত মুখ্যমন্ত🍰্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনও ‘মা সারদা’ আবার কখনও ‘মা দুর্গা’র সঙ্গে তুলনা করে থাকেন তৃণমূলের নেতারা। কিন্তু, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা দুর্গার সঙ্গে তুলনা করে বিতর্কে জড়ালেন পূর্ব বর্ধমানের জেলাশাসক বিধান রায়। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একজন জেলা শাসকের এমন মনཧ্তব্যকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে পূর্ব বর্ধমানের রাজনীতিতে। এর তীব্র নিন্দা করে অবিলম্বে জেলাশাসকের বদলির দাবি জানিয়েছে বিজেপি।
আরও পড়ুন: কোনও জম☂ি নষ্ট হꦿবে না! অব্যবহৃত জায়গায় নয়া শিল্প গড়ে তুলবে রাজ্য, তৈরি ‘ব্যাঙ্ক’
শুক্রবার বর্ধমান শহরের স্পন্দন কমপ্লেক্স মাঠে জেলার সৃষ্টিশ্রী মেলায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক বিধান রায়। এছাড়াও ছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূলের বিভিন্ন নেতা🅰 এবং জেলা প্🐭রশাসনের অন্যান্য আধিকারিকরা। সেখানে স্বনির্ভর গোষ্ঠী সম্পর্কে উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা দুর্গার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ‘আমাদের রাজ্যের মাননীয়া মুখমন্ত্রী তিনি একজন মহিলা। তিনি মা দুর্গার মতো সমস্ত দিকেই সাফল্যের সঙ্গে কার্যক্রম করে আসছেন। আমি আপনাদের বলব রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তিনি মা দুর্গার মতো কাজ করতে পারেন তাহলে আপনারা কেন পারবেন না? একটা জ্বলন্ত উদাহরণ আছে আপনাদের কাছে। আমি অনুরোধ করবো উদাহরণকে সামনে রেখে আপনারা এগিয়ে চলুন।’