সিবিআই রোজই নিত্যনতুন তথ্য পাচ্ছে অনুব্রত মণ্ডল সম্পর্কে। চালকল থেকে নানা গাড়ি এবং অবশ্যই গরু পাচার। এবার অনুব্রত মণ্ডলের অন্যান্য সম্পত্তির পাশাপাশি তাঁর নামে–বেনামে বিঘের পর বিঘে জমির হদিশ পেয়েছে সিবিআই। এমনকী ভারত সেবাশ্রম সংঘেরও প্রায় দেড় বিঘা জমি একটি সংস্থার নামে হস্তান্তর হয়েছে। যার অন্যতম ডিরেক্টর অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা। এই 𒅌জমি সুচিন্ত্যকুমার চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি বীরভূমে ভারত সেবাশ্রম সংঘকে দান করেছিলেন। আর সেই জমিই ১ কোটি ৬০ লক্ষ টাকায় হস্তান্তরিত হয়েছে বলে নথি পেয়েছে সিবিআই।
ঠিক কী তথ্য পেয়েছে সিবিআই? সিবিআই সূত্রে খবর, দানের জমি এভাবে হস্তান্তর করার নথি মিলেছে। সেটা তদন্ত করে দেখা হচ্ছে। এমনকী ব♌িষয়টি জানতে ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে কথ♒া বলবেন তদন্তকারীরা। তারাপীঠের কাছে এই জমির দাম আকাশছোঁয়া। সেই জমি এএনএম অ্যাগ্রোকেম প্রাইভেট লিমিটেড কিনেছে বাজারের থেকে কম দামে। দলিলে ভারত সেবাশ্রম সংঘের পক্ষে সই রয়েছে ওই শাখার সভাপতি স্বামী সংঘমিত্রানন্দের। এই সংস্থার অন্যতম ডিরেক্টর সুকন্যা মণ্ডল বলে জানতে পেরেছে সিবিআই। তাই তদন্ত শুরু হচ্ছে।
আর কী জানা যাচ্ছে? সিবিআই নথি ঘেঁটে জ🧸ানতে পেরেছে, 𒊎ভারত সেবাশ্রম সংঘের কাছ থেকে এএনএম অ্যাগ্রোকেম জমিটি কিনেছিল ২০১৮ সালে। তবে এই জমি রেজিস্ট্রি হয় ২০২১ সালে। আর রেজিস্ট্রেশন ফি যা সরকারের ঘরে যায় সেটা হল, ১ কোটি ৬০ লক্ষ টাকা দামের ভিত্তিতে। এই জমির দাম কম করে দেখানো হয়েছে। তাই কম🅠 পড🌸়েছে রেজিস্ট্রেশন খরচও। কিন্তু কেন ভারত সেবাশ্রম সংঘ দানের জামি কমে বিক্রি করলেন? এটাই জানতে চাইছে সিবিআই।
কেন এই জমি দান 💦করা হয়েছিল? জানা গিয়েছে, সুচিন্ত্যকুমার চট্টোপাধ্যায় এই সংঘের সঙ্গে জড়িত ছিলেন। তাই জমি দান করেছিলেন যাতে গ্রামের পুরুষ–মহিলারা স্বনির্ভর হতে পারেন। নানা ধরনের হাতের কাজ শিখে স্বনির্ভর হতে পারেন। এই জমিতেই সেই কাজ শেখানোর কথা ছিল। সেখানে দান করা জমি হস্তান্তর করা যায় কি? উঠেছে প্রশ্ন। এই জমি কম দামে কিনতে ভারত সেবাশ্রম সংঘকে চাপ দেওয়া হয়েছিল কিনা তাও খতিয়ে দেখছে সিবিআই।