রবিবার রাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। স্কুটিতে করে আসছিলেন একই পরিবারের তিনজন। ট্রাক পিষে দেয় তাদের। ঘটনাস্থলে এয়ারপোর্ট থানার পুলিশ। ট্রাকটিকে আটক করা হচ্ছে। এলাকায় চর♒ম শোরগোল।
সূত্রের খবর, দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্টের দিকে আসছিলেন একই পরিবারের তিনজন। স্কুটিতে করে আসছিলেন তারা। মালঞ্চ এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। একই পরিবারের তিনজন♈ আসছিলেন স্কুটারে করে। আচমকাই ট্রাকের ধাক্কা।
স্থানীয় 🌠এক বাসিন্দা বলেন, স্কুটিতে করে এক দম্পতি ও তাঁদের মেয়ে আসছিলেন। এমনটাই মনে করা হচ্ছে। পেছন থেকে এক ট্রাক এসে ধাক্কা দেয়। অত্যন্ত ভয়াবহ ঘটনা।
সূত্রের খবর, তিনজনকেই উদ্ধার করে বারাসত হাসতাপা🎐লে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পরে পুলিশ এসে পরিস্থিতি সা🥃মাল দেওয়ার চেষ্টা করে। অত্যন্ত মর্মান্ত🎶িক ঘটনা। কীভাবে দুর্ঘটনা হল তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ গোটা ঘটনাটি খতিয়ে দেখছে।
এদিকে বাসিন্দাদের একাংশের মতে, বর্তমানে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের দুপাশে সম্প্রসারণের কাজ চলছে। তার মাঝেই রাত হলে ট্রাকগুলিকে ছেড়ে দেওয়া হয়। আর তখনই বেপরোয়াভাবে ট্রাকগুল☂ি চলতে থাকে। সেই সঙ্গেই এౠই রুটে বাসগুলির মধ্য়েও রেষারেষি চলতেই থাকে। এনিয়ে দেখার কেউ নেই।