কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় চার্জ গঠন হয়েছে আদালতে। ১১ নভেম্বর থেকে শিয়ালদা আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রটের এজলাসে রোজ শুনানি হবে এই মামলার। মামলায় ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে খুন ও ধর্ষণের ধারা প্রয়োগ করেছে সিবিআই। আর গতকাল আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় সঞ্জয় দাবি করল, সরকার তাকে ফাঁসাচ্ছে। এমনকী তার আরও অভিযোগ, ডিপার্টমেন্ট তাকে ভয় দেখিয়ে চুপ থাকতে বলেছে। সঞ্জয়ের এহেন বিস্ফোরক মন্তব্যের পর এবার মুখ খুললেন আন্দোলনকারী ডাক্তারদের অন্যতম কিঞ্জল নন্দ। তাঁর সোজা বক্তব্য, এই ঘটনা একা একজন ঘটাতে পারে না। কিঞ্জলের আরও দাবি, সঞ্জয়কে কেউ ফাঁসিয়ে থাকলে সেই তথ্য প্রকাশ্যে আনুক সিবিআই। (আরও পড়ুন: 'আরজি করের নির্যাত🐬িতার দেহ থেকে পাওয়া সাদা 🍰তরলের DNA পরীক্ষার রিপোর্ট কী বলছে?')
আরও পড়ুন: কানাডার মন্দিরে খলিস্তান🦩ি হামলাকারীদের ﷺমধ্যে ছিলেন এক পুলিশ অফিসারও: রিপোর্ট
সঞ্জয়ের দাবির পরিপ্রেক্ষিতে গতকাল কিঞ্জল ভিডিয়ো বার্তায় বলেন, 'আমরা আন্দোলনকারী, তদন্তকারী নই। আদালতের নজরদারিতে সিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিন মাস কেটে গিয়েছে। এখনও পর্যন্ত সঞ্জয় রায় ছাড়া কাউকে গ্রেফতার করা হয়নি। যে চার্জশিট দেওয়া হয়েছে তাতে সঞ্জয় রায় ছাড়া আর কারও নাম নেই। একাজ একজন করতে পারে না। সিবিআই এতদিন ধরে কী করল? সিবিআই কেন এই জিনিসটিকে গুরুত্ব সহকারে দেখছে না? আজ সঞ্জয় বলেছেন, তাঁকে ফাঁসানো হয়েছে। কে ফাঁসিয়েছে, কেন ফাঁসানো হচ্ছে? সেই তথ্য সিবিআইয়ের সামনে আনা উচিত।' (আরও পড়ুন: মণিপুর হিংসায়﷽ এবার নয়া মোড়, কুকির পর এবার না💧গা গোষ্ঠীর সঙ্গে সংঘাত মৈতৈদের)
আরও পড়ুন: LAC-তে স্থিতাবস্থা বজায় রাখতে 'ইত💛িবাচক পদক্ষে🅠প',এবার কোথায় পা পড়ল ভারতীয় সেনার?