ꦓ অবশেষ মানিকতলা উপনির্বাচনের জট কাটল। কলকাতা হাইকোর্ট বিজেপি নেতা কল্যাণ চৌবেকে মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডে বেঁচে থাকাকালীন এই মামলা করেন বিজেপি নেতা। মামলার জল গড়ায় সুপ্রিম কোর্টেও। শেষ পর্যন্ত বিচারপতি জয় সেনগুপ্ত মামলা প্রত্যাহার করার নির্দেশ দিলেন।
মামলার ঘটনাক্রম
💫সাধন পাণ্ডে মানিকতলা থেকে নির্বাচিত হওয়ার পর নির্বাচন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে।ভোটো হেরে যান কল্যাণ। হাইকোর্টে মামলায় শুনানিতে তিনি বারবার মুলতুবি চাইছিলেন। এই মামলার দীর্ঘসূত্রিতার জন্য সুপ্রিম কোর্ট মামলা দায়ের হয়। অনর্থক দেরি করা জন্য সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করে কল্যাণকে। হাইকোর্টকে নির্দেশ দেয় নিয়মিত শুনানি করে দ্রুত মামলার নিষ্পত্তি করতে হবে।
আরও পড়ুন। 🃏ভালো হয় রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিই বন্ধ করে দিন, হালকাভাবে বললেন বিচারপতি
📖মামলার নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেয় আদালত। ৩০ জুনের মধ্যে মামলা নিষ্পত্তি করার কথা বলে আদালত। এরই মধ্যে হাইকোর্টের কাছে মামলা তুলে নেওয়ার আবেদন জানান কল্যাণ চৌবে। গত ২৯ এপ্রিল তাঁর আইনজীবী ‘ইলেকশন পিটিশন’ প্রত্যাহারের আবেদন জানান। তিনি হাইকোর্টকে জানান ব্যক্তিগত কারণে মামলা তুলে নিতে চান তাঁর মক্কেল। সেই আবেদনের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করে। শুনানি বিজেপি নেতাকে মামলা প্রত্যাহার করার নির্দেশ দেয় আদালত।
আরও পড়ুন। ♒সুবীরেশদের বিচার শুরুর অনুমতি দেওয়ার ক্ষমতা কার? মুখ্যসচিবকে জানাতে বলল আদালত
জট কাটল আদালতে
🍸২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রয়াত হন রাজ্যের মন্ত্রী তথা মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাধন পাণ্ডে। ১৯৫১ সালের জন প্রতিনিধিত্ব আইন অনুযায়ী কোনও বিধায়কের মৃত্যু বা ইস্তফার কারণে যদি বিধানসভা কেন্দ্রে শূন্যতা তৈরি হয়, তবে ছমাসের মধ্যে উপনির্বাচন করে ফেলতে হবে। কিন্তু সাধন পাণ্ডের মৃত্যু হওয়ার পর আইনি জটিলতার কারণে নির্বাচন করা যায়নি। অবশেষে জট কাটল। এবার মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন করতে কোনও বাধা রইল না।
আরও পড়ুন। 🌜বিরল রোগ ২০ মাসের খুদের, ফ্রি'তে ১৭.৫ কোটি টাকার থেরাপি করল বাংলার সরকারি হসপিটাল