প্রেসিডেন্সি জেলে এমনিতেই কড়া নিরাপত্তা রয়েছে। তার মধ্যে এবার সেখানে নতুন করে সিসি ক্যামেরা বসানোর তোড়জোড় শুরু হয়েছে। তাই অনেকের মনেই প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এমন ব্যবস্থা করা হচ্ছে? তাহলে কি নতুন অতিথি আসছেন? এই জেলে রয়েছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত পার্থ ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚচট্টোপাধ্যায়। তাহলে তাঁর নিরাপত্তা কি বাড়ানো হচ্ছে? এমন সব গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও জেল কর্তৃপক্ষ এই নিয়ে বিশেষ কিছু বলতে আগ্রহ দেখাচ্ছেন না। ফলে আরও জল্পনার জন্ম হচ্ছে। খরচ করে সিসি ক্যামেরা বসানোর পিছনে একটা কারণ তো আছেই।
কেন হঠাৎ বসছে নতুন সিসি ক্যামেরা? একটি সূত্র জানাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায় এখন প্রেসিডেন্সি জেলে বন্দি। আর এই প্রেসিডেন্সি জেলে কাজ করছে না বহু সিসি ক্যামেরা। এই সংশোধনাগারে মার্কিন তথ্যকেন্দ্রে হামলার অন্যতম অভিযুক্ত আফতাব আনসারি, কুখ্যাত জঙ্গি মুসার মতো দুষ্কৃতীরাও আছে। তার মধ্যে জেলের ভিতর থেকে মোবাইল উদ্ধার প্রায়ই হচ্ছে। এমনকী সেলের ভিতরে নেশার সামগ্রীও চলে আসছে। কড়া প্রহরার মধ্যেও এমন ঘটনায় ঘুম উড়ে গিয়েছে জেলারের। তাই প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নতুন করে সিসি 🔯ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
আর কী কোনও কারণ আছে? শিক্ষক নিয়োগ দুর্নীতি–সহ চিটফান্ড মামলায় অভিযুক্ত কয়েকজন রয়েছে প্রেসিডেন্সি জেলে। পার্থ চট্টোপাধ্যায় এখানে আসার পর তাঁর সেলের বাইরে সিসি ক্যামেরা বসান♏ো হয়েছিল। কিন্তু প্রেসিডেন্সি জেলের অনেকগুলি ক্যামেরাই ভাঙা। আবার কাজ করে না এমন ক্যামেরাও আছে। সরকারিভাবে ভিআইপি বন্দির তকমা না পেলেও প্রাক্তন মন্ত্রী হিসেবে বাড়তি নিরাপত্তা পান পার্থ। সেলের বাইরে তাঁর নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কা রয়েছে বলে সূত্রের খবর। নামপ্রকাশে অনিচ্ছুক এক কারারক্ষী বলেন, ‘প্রেসিডেন্সিতে কঠোর নজরদারিতে বন্দিদের রাখা হয়েছে। তবে সম্প্রতি বেশ কয়েকটি সিসি ক্যামেরা কাজ করছে না। তাই নতুন ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া♛ হয়েছে।’