নেপালের𒀰 বিরুদ্ধে এশিয়া কাপের গ্রুপ লিগের প্রথম ম্যাচে একজোড়া উইকেট তুলে নেন হ্যারিস রউফ। পরে ভারতের 💧বিরুদ্ধে গ্রুপের দ্বিতীয় ম্যাচে তুলে নেন তিনটি উইকেট। এবার বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোর রাউন্ডের প্রথম ম্যাচে আরও ৪টি উইকেট পকেটে পোরেন পাক পেসার।
বুধবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে চারটি উইকেট ন🍒েওয়ার পথে অনবদ্য এক মাইলস্টোন টপকে যান রউফ। গড়ে ফেলেন ব্যক্তিগত নজির🐓ও। তবে আক্ষেপ একটাই যে, হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করেন তিনি।
ইনিংসের দশম ওভারের প্রথম বলেই তৌহিদ হৃদয়কে বোল্ড করেন হ্যারিস। ১৪৫ কিলোমিটার গতির যে ডেলিভারিটিতে তিনি তৌহিদের স্টাম্প ছিটকে দেন, তা সামলাতে হিমশিম খেতেন রথী-মহারথী ব্যাটাররাও। এমন ডেলিভারিতে আড়াআড়ি শট খেলতে চাওয়া⛎ যে বোকামি, সেটা আউট হওয়ার পরে বুঝতে পারেন হৃদয়।
এশিয়া কাপ সংক্রান্ত যাবতীয় খবর, তথ্য-পরিসংখ্যান ও লাইভ স্কোরꦜ আপ♔ডেটে চোখ রাখতে ক্লিক করুন এখানে
উল্লেখযোগ্য বিষয় হল, তৌহিদ হৃদয়কে ফিরিয়ে ওয়ান ডে কেরিয়ারে ৫০টি উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন রউফ। তিনি পাকিস্তানের তৃতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০টি ওয়ান ডে উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। হ্যারিস ২৭টি ম্যাচে বল করে এমন কৃতিত্ব অর্জন করেন। পাক বোলারদের মধ্যে তাঁর থেকে কম ম্যাচে বল করে এই মাইলস্টোন ছুঁয়েছেন কেবল হাসান আলি ও শাহিন আফ্রিদি। হাসান ২৪টি ওয়ান ডে ম্য়াচে বল করে ৫০টি উইকেট সংগ্রহ করেন। আফ্রিদি ২৫টি 𝔍ওয়ান ডে ম্যাচে বল করে ৫০টি উইকেট নেন।