ꦇ গোটা বিশ্বই পয়লা এপ্রিলের দিনটিকে ‘এপ্রিল ফুল’ হিসেবে পালন করে। এই দিনে একে অপরকে বোকা বানানোর চেষ্টা করেন সকলে। পুরোটাই মজার বিষয়। গোটা একটা দিন হালকা মেজাজে মজা করে কাটানো হয়ে থাকে। আর এই ১ এপ্রিল বিশ্ব ক্রিকেটের বেশ কিছু ক্রিকেটার জন্মেছিলেন। তাঁদের মধ্যে ১১ জন তারকা ক্রিকেটারকে বেছে নিয়ে তৈরি করা যায় একটি শক্তিশালী ক্রিকেট টিম। ১১ জন ক্রিকেটারদের মধ্যে যাঁরা ‘এপ্রিল ফুল’ দিবসে জন্মগ্রহণ করেছিলেন, তাঁদের মধ্যে কেউ কেউ ভারতের, আবার কেউ কেউ ইংল্যান্ডের, কেউ দক্ষিণ আফ্রিকায় জন্মেছেন, কেউ আবার ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ে, শ্রীলঙ্কা বা বাংলাদেশে জন্মেছেন। অর্থাত্ প্রায় প্রতিটি টেস্ট খেলিয়ে দেশের প্লেয়ার রয়েছেন, যাঁদের জন্ম ১ এপ্রিল।
এই ১১ ক্রিকেটারের জন্ম ১ এপ্রিল:
🃏পয়লা এপ্রিল জন্মগ্রহণকারী ১১ জন তারকা ক্রিকেটারের তালিকায় কারা রয়েছেন, আসুন দেখে নেওয়া যাক! তাঁরা একত্রিত হলে কিন্তু একটি শক্তিশালী ক্রিকেট দল গঠন হয়ে যাবে। আরও একটি বিষয় হল, যে ১১ জন খেলোয়াড়ের কথা বলা হচ্ছে, তাঁদের মধ্যে কেউ পুরুষ ক্রিকেটার, কেউ আবার মহিলা ক্রিকেটারও। মানে, তাঁরা একসঙ্গে মিলে একটি মিশ্র দল গঠন করতে পারেন।
এক নজরে ১১ জন প্লেয়ারের তালিকা-
জোফ্রা আর্চার- 🌃জোফ্রা আর্চার ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার। তিনি ১৯৯৫ সালের ১ এপ্রিল জন্মেছেন। দলে জোফ্রা থাকা মানে, নিঃসন্দেহে সেই টিম শক্তিশালী হবে।
মুরলী বিজয়- 𒈔ভারতীয় ক্রিকেটার মুরলী বিজয় ১৯৮৪ সালের ১ এপ্রিল জন্মগ্রহণ করেন। মুরলী বিজয় টিম ইন্ডিয়ার হয়ে খেলেছেন। তিনি একজন অসাধারণ ওপেনার ছিলেন।
হাইনো কুন- 🔴দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হাইনো কুনেরও জন্ম ১৯৮৪ সালের ১ এপ্রিল। তিনি একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান ছিলেন।
আরও পড়ুন: 🌺স্টার্কের দাপটে ঢাকা পড়ে গেল হায়দরাবাদের অনামী জেসন আনসারির মরিয়া লড়াই, ৭ উইকেটে সহজ জয় দিল্লির
ল্যারি জোসেফ- 🍷ওয়েস্ট ইন্ডিজের ল্যারি জোসেফ ১৯৮৫ সালের ১ এপ্রিল জন্ম নেন। ল্যারি একজন অসামান্য স্পিনার ছিলেন।
ম্লুলেকি নকালা- 𒈔জিম্বাবোয়ের এই ক্রিকেটার ১৯৮১ সালের ১ এপ্রিন জন্মেছিলেন। নকালা একজন ডানহাতি বোলার এবং ব্যাটসম্যান। অর্থাৎ তাঁকে দলে রাখা হলে, একজন অলরাউন্ডারের শূন্যতা পূরণ করতে পারবেন।
চতুরা রানদুনু- 🔜৫ ফিট ৭ ইঞ্চি লম্বা এই শ্রীলঙ্কান ক্রিকেটার ১৯৮৪ সালের ১ এপ্রিল জন্ম নেন। তিনি একজন স্পিন অলরাউন্ডার।
অমিত চোপড়া- ✱ভারতের ইউপি থেকে উঠে এসেছিলেন অমিত চোপড়া। তিনি ১৯৮৭ সালের ১ এপ্রিল জন্মগ্রহণ করেন। অমিত একজন ডানহাতি ব্যাটসম্যান ছিলেন।
জাহানারা আলম- ꧟বাংলাদেশের এই মহিলা ফাস্ট বোলারের জন্ম ১৯৯৩ সালের ১ এপ্রিল। জাহানারা একজন ডানহাতি পেসার।
সনজিদা ইসলাম- ꧑জাহানারার স্বদেশী সানজিদা ইসলামেরও জন্ম ১ এপ্রিল। ১৯৯৬ সালে জন্মগ্রহণ করেন তিনি। সনজিদা একজন দক্ষ টপ অর্ডার ব্যাটসম্যান।
লৌরেন পারফিট- 𒉰ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার লরেন পারফিট ১৯৯৪ সালের ১ এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি বোলিং এবং ব্যাটিং উভয়ই করতে পারেন।
অ্যারন লিলি-♒ অ্যারন লিলির জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। তিনি ইংল্যান্ডের একজন ব্যাটিং অলরাউন্ডার।