♛ শনিবার কলকাতার ইডেনে কেকেআর বনাম আরসিবি ম্যাচ দিয়ে শুরু হয়েছে আইপিএল ২০২৫। রবিবার দ্বিতীয় দিনেই টুর্নামেন্টে প্রথমবার ডাবল হেডারের সাক্ষী থাকবেন ক্রিকেটপ্রেমীরা। অর্থাৎ, রবিবার আইপিএলে মোট ২টি ম্যাচ খেলা হবে। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লড়াইয়ে নামবে রাজস্থান রয়্যালস। দ্বিতীয় ম্যাচে আইপিএলের সব থেকে সফল দু'দল সম্মুখসমরে নামছে। ৫ বার করে আইপিএল জেতা চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের লড়াই দেখা যাবে এদিন।
🐟 আপাতত দেখে নেওয়া যাক সানরাইজার্স বনাম রাজস্থান ও সিএসকে বনাম এমআই আইপিএল ২০২৫-এর ২টি ম্যাচ কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় খেলা দেখা যাবে।
কবে-কখন-কোথায় অনুষ্ঠিত হবে হায়দরাবাদ বনাম রাজস্থান ম্যাচ
🦂সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস আইপিএল ২০২৫-এর দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ মার্চ অর্থাৎ রবিবার। এই ম্যাচটি খেলা হবে হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। উত্তেজক এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩টে ৩০ মিনিটে। টস অনুষ্ঠিত হবে ৩০ মিনিট আগে অর্থাৎ, ৩টের সময়।
কবে-কখন-কোথায় অনুষ্ঠিত হবে চেন্নাই বনাম মুম্বই ম্যাচ
▨চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল ২০২৫-এর তৃতীয় ম্যাচটিও অনুষ্ঠিত হবে ২৩ মার্চ অর্থাৎ রবিবার। এই ম্যাচটি খেলা হবে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে। হাই-ভোল্টেজ এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। টস অনুষ্ঠিত হবে ৩০ মিনিট আগে অর্থাৎ, ৭টার সময়।
কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচ
ꦡসানরাইজার্স বনাম রাজস্থান এবং সিএসকে বনাম মুম্বই আইপিএল ২০২৫-এর ২টি বড় ম্যাচ ভারতে সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। লাইভ স্ট্রিমিংয়ের দায়িত্ব রয়েছে জিওহটস্টারের হাতে। অর্থাৎ, খেলা দেখা যাবে জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটেও। এছাড়া ম্যাচের যাবতীয় খবর ও আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
হায়দরাবাদ বনাম রাজস্থান মুখোমুখি সাক্ষাতের ইতিহাস
⛎হায়দরাবাদ ও রাজস্থান আইপিএলে মোট ২০টি ম্যাচে সম্মুখসমরে নামে। ১১টি ম্যাচ জিতেছে সানরাইজার্স। ৯টি ম্যাচ জিতেছে রাজস্থান রয়্যালস। সুতরাং, দু'দলের মুখোমুখি লড়াইয়ে অল্প হলেও পাল্লা ঝুঁকে হায়দরাবাদের দিকে।
চেন্নাই বনাম মুম্বই মুখোমুখি সাক্ষাতের ইতিহাস
🔯চেন্নাই ও মুম্বই আইপিএলে মোট ৩৭টি ম্যাচে সম্মুখসমরে নামে। ১৭টি ম্যাচ জিতেছে সিএসকে। ২০টি ম্যাচ জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। সুতরাং, দু'দলের মুখোমুখি লড়াইয়ে কিছুটা এগিয়ে এমআই।