নিজেদের প্রথম ইনিংসে যে দলটি ইংরেজ বোলারদের বিরুদ্ধে দাপট দেখিয়ে চারশোর বেশি রান পার করে লিড নিয়েছিল, তারাই তাদের দ্বিতীয় ইনিংসে একেবারে ল্যাজেগোবরে হল। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের দুই ইনিংসে একেবারে ‘উল্টে দেখ, পাল্টে গেছি’র মতো পারফরম্যান্স। ক্যারিবিয়ানদের প্রথম ইনিংসে তাদের ব্যাটিং রীতিমতো প্রশংসিত হয়েছিল। কিন্তু তাদের দ্বিতীয় ইনিংসে ডোবালেন ব্যাটাররাই। মাত্র ১৪৩ রানে অল আউট হয়ে যায় উইন্ডিজ। টেস্টের চতুর্থ দিনেই ২৪১ রানে ম্যাচ জিতে সিরিজ পকেটে পুড়ে ফেলে ইংল্যান্ড।
আরও পড়ুন: রেকর্ড রান করে বড় জয় ছিনিয়ꦇে𒊎 নিলেন হরমনরা, হল ইতিহাস, সেমির পথে এক পা ভারতের
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৪১৬ রান করেছিল। অলি পোপের ১২১, বেন ডাকেটের ৭১ এবং বেন স্টোকসের ৬৯ রানে ভর করেই চারশোর গণ্ডি টপকেছিল ইংল্যান্ড। তবে ট্রেন্টব্রিজে সেই রান টপকে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসে ৪৫৭ রান করে ফেলে। তারা ৪১ রানের লিড নেয়। ক্যারিবিয়ানদের হয়ে শতরান করেন কাভেম হজ। এছাড়া আলিক আথানাজে এবং জোশুয়া ডা'সিলভা ৮২ করে গুরুত্বপূর্ণ রান য🌄োগ করেছিলেন। জোশুয়া আবার অপরাজিত ছিলেন।
কিন্তু ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসেও চারশো রানের গণ্ডি টপকে যায়। সেঞ্চুরি হাঁকান জো রুট এবং হ্যারুি ব্রুক। রুট ১২২ রান করেন। ব্রুক করেন ১০৯ রান। এখানেই ভিত শক্ত হয়ে যায় ইংল্যান্ডের। এছাড়া ওপেন করতে নেমে বেন ডাকেট ৭৬ করেছিলেন। তিনে নেমে অলি পোপ করেছিলেন ৫১। বাকিরা কিন্তু সেভাবে উইকেটে থিতু হতে পারেননি। তৃতীয় দিনের শেষে ꩲইংল্যান্ডের ৮ উইকেটে ২৪৮ রান ছিল। রুট ৩৭ এবং ব্রুক ৭১ রান করে ক্রিজে ছিলেন। সেখান থেকে এদিন ইংল্যান্ড যোগ করেন আরও ১৭৭ রান। মূলত ব্রুক এবং রুটের শতরানের হাত ধরেই ইংল্যান্ড ৪২৫ রান করে ফেলে। ২১ করে অপরাজিত থাকেন গাস অ্যাটকিনসন। উইন্ডিজের হয়ে চার উইকেট নিয়েছেন জয়ডেন🎀 সিলস। এবং ২ উইকেট নিয়েছেন আলজারি জোসেফ।
আরও পড়ুন: Champions Trophy 2025-এ কোনও হাইব্রিড🧸 মডেল হবে না… ভারতকে সতর্ক করলেন PCB চেয়ারম্যান মহসিন নাকভি