ম্যাঞ্চেস্টারে শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ডের প্রথম টেস্টের প্রথম দিনের শেষে ইংরেজদের স্কোর বিনা উইকেটে ২২ রান। ইংল্যান্ড বোলারদের তৎপরতায় ♋দুরন্ত পারফরমেন্স করল ব্রেন্ডন ম্যাকালামের দল। বলা ভালো, প্রথম ইনিংসে নিরিখে ভালো জায়গাতেই রইল বাজের দল। প্রথম ইন🤡িংসে মাত্র ২৩৬ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। পেস সহায়ক উইকেটে অবশ্য শুধুমাত্র ইংল্যান্ডের পেসাররা নয়, স্পিনাররাও ভালোই পারফরমেন্স করে দেখালেন। সেই সুবাদেই লঙ্কানদের প্রথম ইনিংসে কম রানের মধ্যে আউট করে দিতে পারল ইংরেজ বোলাররা। শ্রীলঙ্কার ৬টি উইকেটই নিলেন পেসাররা, ৩টি উইকেট নিলেন স্পিনাররা। ১টি আউট হয় রানআউট।
আরও পড়ুন-কলকাতাতেই হোক ডুরান্ডে দুই প্রধান🌳ের বাকি ম্যাচ! আবেদন জানি﷽য়ে মুখ্যমন্ত্রীকে চিঠি কল্যাণ চৌবের…
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রী🐼লঙ্কা দল। দুই ওপেনার নিশান মধুশনাকা এবং দিমুথ করুনারত্নে ৬ রানের মধ্যেই সাজঘরে ফেরেন। চার𝔍 নম্বরে নেমে যার ব্যাট হাতে ইনিংসের হাল ধরার কথা ছিল সেই অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউজও হতাশ করলেন। রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন তিনি। ৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। এরপর নিয়মিত ব্যবধানেই উইকেট তুলতে থাকেন ক্রিস ওকস -শোয়েব বাশিররা।
আরও পড়ুন-DC ছেড়ে ধোনির পরিবর্তে CSK-তে 💎ঋষভ? পন্তের পোস্টে ব্যাপক জল্পনা…
ইংল্যান্ডের স্পিনার শোয়েব বাশির শ্রীলঙ্কার মিডল অর্ডার ভেঙে দেন। দিনেশ চন্দিমাল এবং ধনঞ্জয় দি সিলভাকে সাজঘরে ফেরান শোয়েব বাশির। শ্রীলঙ্কার হয়ে অধিনায়ক ধনঞ্জয় দি সিলভা ম্যাচের হাল ধরে লড়াই দিচ্ছিলেন। তিনি ৭২ রান করেন। কুশন মেন্ডিস,কামিন্দু মেন্ডিসরা তেমন কেউই নজর কাড়তে ༺পারেননি। শেষদিকে টেলেন্ডারদের নিয়েই লড়াই দেন ধনঞ্জয়। মিলন রথনায়েকে অসাধারণ ইনিংস খেলেন। তিনিও লড়াকু ৭২ রান করেন। তবে তিনিও সেই শোয়েব বাশিরের বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন, এরপরই কার্যত লঙ্কানদের ইনিংসে পতন নিশ্চিত হয়ে যায়। ১০ রান যোগ করতে না করতেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস।
আরও পꦦড়ুন-আইপিএল 🌳থেকে গতবছর বিপুল আয় বিসিসিআইয়ের! জেনে নিন কত হাজার কোটি টাকা লাভ বোর্ডের…
প্রথম ইনিংসে ব্যাট করতে নামেন ইংল্যান্ডের বেন ডাকেট এবং ড্যান লরেন্স। এক্ষেত্রে দুই ব্যাটারেই উইক💎েটে রয়েছেন অপরাজিতভাবে। ইংল্যান্ডের স্কোর প্রথম দিনের শেষে বিনা উইকেটে ২৪।