আইপিএল ২০২৫ মরশুম অনেক খেলোয়াড়ের জন্যই গুরুত্বপূর্ণ, যাঁরা তাঁদের নিজ নিজ দেশের দলে জায়গা করে নিতে চান বা প্রত্যাবর্তন করতে চান। সাম্প্রতিক সময়ে দলের বাইরে অনেক ভারতীয় খেলোয়াড়ও রয়েছেন। মহম্মদ সিরাজকে নিয়ে বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা যা বলেছিলেন, এবার আইপিএলে এই ভার🤡তীয় বোলার তাঁকে সঠিক প্রমাণ করলেন। তাও আবার রোহিতের উইক🤡েট নিয়েই।
সিরাজকে নিয়ে কী বলেছিলেন রোহিত?
আমেদাবাদে গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে ম্যাচের জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তার একটা বড় কারণ হল, রোহিত ও সিরাজের মুখোমুখি হওয়া। আসলে আইপিএল শুরু হওয়ার আগে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। কিন্তু রোহিত শর্মার নেতৃত্বাধীন সেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাননি সিরাজ। দল নির্বাচনের পরে, রোহিত এর কারণ জানিয়েছিলেন এবং বলেছিলেন যে, সিরাজ নতুন বলে পাওয়ারপ্লেতে উইকেট෴ নেওয়ার ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ বোলার। তবে দলে যেহেতু মহম্মদ শামি মতো একজন অভিজ্ঞ বোলার রয়েছেন, তাই সিরাজকে দলে রাখা যায়নি। আর পুরনো বলের সিরাজ ততটা বেশি কার্যকরী প্রমাণিত হননি।
হিটম্যানকে উইকেট নিয়েই তাঁর দাবি সত্যি বলে প্রমাণ করলেন
আইপিএল শুরুর আগে রোহিতের পালটা সিরাজ বলেছিলেন, পুরনো বলেও ভালো বোলিং করতে পারেন তিনি। এমন পরিস্থিতিতে আইপিএলে টিম ইন্ডিয়ার অধিনায়কের বিরুদ্ধে স♋িরাজ কেমন পারফরম্যান্স করেন, সেটাই দেখতে চেয়েছিলেন ক্রিকেট ভক্তরা। শনিবার (২৯ মার্চ) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দু'জনের ম💮ধ্যে সংঘর্ষে রোহিতকে আউট করে যেন মনে জ্বালা মেটালেন সিরাজ।
আরও পড়ুন: কোহলির হেলমেটে বল মারা! চেন্নাই ❀বোলারকে এর ফল টের পাওয়ালেন কিং, সেই ভিডিꩵয়ো হল ভাইরাল
প্রসঙ্গত, মুম্বই যখন গুজরাটের দেওয়া ১৯৭ রান তাড়া করতে নেমেছিল, তখন প্রথম ওভারে বল করতে আসেন সিরাজ। প্রথম বলে কোনও রান হয়নি। পরের দুই বলে পরপর ২টি চার মারেন রোহিত। চতুর্থ বলে রোহিতকে ক্লিনবোল্ড করেন সি▨রাজ। লেন্থ বলটি রোহিত বুঝতেই পারেননি। সেটা তিনি ঠেকাতে না পারলে ক্লিনবোল্ড হয়ে যান। ৪ বলে মাত্র ৮ রান করে আউট হন রোহিত।