বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ভারতের গ্রাউন্ড ফিল্ডিং নিতান্ত খারাপ হয়। বাংলাদেশ একসময় ১০০ রানের গণ্ডি টপকাতে পারবে কিনা, সেই বিষয়ে ঘোর সংশয় দেখা দেয়। তবে ভারতীয় ফিল্ডাররা সহজ ক✨্যাচ মিস করে বাংলাদেশকে ২০০ রানের গণ্ডি টপকাতে সাহায্য করেন।
ছবিটা বদলায়নি পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচেও। রবিবার দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের গ্রাউন্ড ফি𝔉ল্ডিংয়ে ফাঁক-ফোকর চোখে পড়ে। যদিও অক্ষর প্যাটেল ব্যতিক্রমী হয়ে দুর্দান্ত ফিল্ডিং উপহ꧃ার দেন এই ম্যাচে।
রিজওয়ানের ক্যাচ ছাড়েন হর্ষিত রানা
রবিবার পাকিস্তান ইনিংসের ৩২.৬ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে মহম্মদ রিজওয়ানের ক্যাচ ছাড়েন হর্ষিত রানা। রান-রেট নিতান্ত ধীর হয়ে যাওয়ায় হার্দিকের বলে বড় শট নেওয়ার চেষ্টা করেন সেট হয়ে যাওয়া রিজওয়ান। বল হাওয়ায় ভেসে যায়। রানা বলের পিছনে ধাওয়া করে যথাযথ জায়গায় পৌঁছে গিয়েছিলেন। তবে শেষমেশ শরীর ফ꧋েলেও ক্যাচ ধরতে পারেননি রানা। ফলে রিজওয়ান ব্যক্তিগত ৪৪ রানে জীবনদান পেয়ে যান।
আরও পড়ুন:- OD⛎I-তে এক ওভারে ৫টি ওয়াইড করা একমাত্র ভারতীয় শামি, ৪টি করে ওয়াইড করেছেন কার♊া?
রিজওয়ানকে ফিরিয়ে রানাকে স্বস্তি দেন অক্ষর
যদিও পড়ে পাওয়া এই জীবনদান কাজে লাগাতে পারেননি রিজওয়ান। তিনি ৩৩.২ ওভারে অক্ষর প্যাটেলের বলে বোল্ড 🌜হয়ে বসেন। জীবনদান পাওয়ার পরে এটিই ছিল রিজওয়ানের প্রথম বল। অর্থাৎ, রানা ক্যাচ মিস করার ঠিক পরের বলেই আউট হন রিজওয়ান। অক🦩্ষরের সৌজন্যেই হাঁফ ছেড়ে বাঁচেন হর্ষিত রানা। রিজওয়ান ৩টি বাউন্ডারির সাহায্যে ৭৭ বলে ৪৬ রান করে সাজঘরে ফেরেন।
শাকিলের ক্যাচ ছাড়েন কুলদীপ
অক্ষরের সেই ওভারেই জীবনদান পান হাফ-সেঞ্চুরিকারী সউদ শাকিল। ৩৩.৫ ওভারে অক্ষর🌄ের বলে বড় শট খেলার চেষ্টায় বল গগনে তুলে বসেন সউদ শাকিল। তবে সামনের দিকে শরীর ফেলেও ক্যাচ ধরতে পারেননি কুলদীপ। ব্যক্তিগত ৫৭ রানে জীবনদান পান𝓀 সউদ।
হার্দিকের বলে অক্ষরের হাতে ধরা পড়েন শাকিল
রিজওয়ানের মতো পড়ে পাওয়া জীবনদান কাজে লাগাতে পারেননি সউদ শাকিলও। তিনি পরের ওভারেই আউট হয়ে বসেন। এক্ষেত্রেও কুলদীপের পরিত্রাতা হয়ে দেখা দেন অক্ষর প্যাটেল। ৩৪.৫ ওভারে হার্দিকের বলে ফের বড় শট খেলার চেষ্টা করেন সউদ শাকিল। এবার🌟 বাউন্ডারির ধারে অনবদ্য ক্যাচ ধরেন অক্ষর প্যাটেল। ৭৬ বলে ৬২ রান করে সাজঘরে ফেরেন শাকিল। তিনি মোট ৫টি চার মারেন।
এছাড়া অক্ষর প্যাটেল প্রথম পাওয়ার প্লে-তেই দুরন্ত একটি রান-আউট করেন। ইনিংসের দশম ওভারে পাক ওপেনার ইমাম উল হককে সরাসꦍরি থ্রোয়ে রান-꧒আউট করেন অক্ষর প্যাটেল।