অবৈধ বোলিং অ্যাকশন না অদ্ভূত বোলিং অ্যাকশন, রিয়ান পরাগের বোলিং🐠 দেখে তা বোঝা গেল না বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে। এমনিতে ভারতীয় দলের এই অলরাউন্ডার ভালোই বোলিং করেন। অন্তত শ্রীলঙ্কা সিরিজে তেমনই দেখা গেছিল। বাংলাদেশের বিরুদ্ধেও বল হাতে তাঁর পারফরমেন্স খুব একটাও খারাপ নয়। ২ ওভারে ১৬ রান দিয়ে তুলে নেন ১ উইকেট।
যদিও দ্বিতীয় টি২০ ম্যাচে একবার এমন ঢংয়ে বোলিং করতে গেলেন রিয়ান, যা দেখে ক্রিকেটার থেকে আম্পায়ার সকলেই প্রায় হেসে মাটিত🌊ে গড়াগড়ি খা🎐ওয়ার জোগার। উইকেট থেকে অনেকটা দূরে গিয়ে বল করলেন। তবে সেটা বল করলেন না বল ছুঁড়লেন কোনও মতে, সেটা দেখে বোঝা গেল না। এরপরই আম্পয়াররা সেটিকে নো বল বলে ঘোষণা করতে বাধ্য হলেন। বলটিও আদতে ওয়াইড হয়েছিল।
অদ্ভূত বোলিং অ্যাকশন-
সেই বোলিংয়ের ভিডিয়ো ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়✅ে গেছে। আসলে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার কেদার যাদব যেরকম বোলিং অ্যাকশনে বোলিং করতেন, সেই একই অ্যাকশনে বোলিং করার চেষ্টা করছিলেন অসম থেকে উঠে আসা অলরাউন্ডার রিয়ান। কিন্তু তাতেই তিনি ব্যর্থ হতেই সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। একঝলকে সেই মজাদার বোলিং অ্যাকশনের দৃশ্য-
আরও পড়ুন-🐼‘আমি দেখতে চেয়েছিলাম, ওরা কেমন’, দলগত সংহতিতে বাংলাদেশকে হারিয়꧟ে স্বস্তিতে সূর্য…
এমসিসির নিয়ম মেনেই নো বল-
এমসিসির নিয়ম বলছে আসল ক্রিজের ভিতর থেকে বোলিং করলেই হবে না, সাইডে যে রিটার্ন ক্রিজের দাগ রয়েছে তাঁর মধ্যে থেকেই বোলিং করতে হয়। সেই ক্রিজের ওপর পা দেওয়ায় যায় না। এক্ষেত্রে তিনটি বিষয়ে যদি আম্পায়াররা সন্তুষ্ট না হন, তাহলে তিনি নো বল ডাকতেই পারেন। এক্ষেত্রেও সেটাই হয়েছে। তাঁর পা কা🃏র্যত পিচের বাইরেই চলে গেছিল। এরপর আম্পায়ররা বেশ কয়েকবার দেখে, শেষ পর্যন্ত নো বল দেওয়ার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন-ICCতে জয় শাহ এফেক্ট! পাকিস্তান থেকে সরতে পারে𓆏 চ্যাম্পিয়ন্স ট্রফি! আইসিসির ভাবনায় ৩ দেশ…
রিয়ান পরাগের কামব্যাক-
ব্যাট হাতে ১৫ রান করেছিলেন মাত্র ৬ বলে। এরপর বল হাতে একটি নো বল করলেও তিনি পরে উইকেট তুলে নেন। ফ্রি হিটে তিনি মাহমুদ্দুলাহকে বড় শট খেলতে দেননি। একই ওভারে মেহেদি হাসান মিরাজকেওꦗ সাজঘরে ফেরান তিনি। রবি বিশনৈয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মিরাজ।