চলতি টি-২০ বিশ্বকাপের পরেই তিন ম্যাচের🔜 ওয়ান ডে সিরিজ খেলতে ভারতে আসছে নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দল। উইমেন্স ওয়ান ডে চ্যাম্পিয়নশিপ ২০২২-২৫'এর অন্তর্গত এই সিরিজের জন্য ঘোষিত হল ভারতীয় দল।
বিশ্বকাপে ভারতের ব্𒀰যর্থতার পরে মনে করা হচ্ছিল বুঝি হরমনপ্রীত কৌরের নেতৃত্বে কেড়ে নিতে পারে বিসিসিআই। বাস্তবে তেমন কিছু ঘটেনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত🥀ই। যথারীতি হরমনপ্রীতের ডেপুটি নিযুক্ত হন স্মৃতি মন্ধনা।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজের স্কোয়াডে নেই বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ। নাম নেই তারকা পেসার পূজা বস্ত্রকারের। আশা শোভনার নামও অনুপস্থি𒁏ত ১৬ জনের স্কোয়াডে। তিন তারকা কেন দলে নেই, বিজ্ঞপ্তি জারি করে কারণ জানিয়ে দেয় বিসিসিআই। ভারতের ওয়ান ডে স্কোয়াডে সুযোগ হয়নি স্নেহ রানার।
দ্বিপাক্ষিক এই ওয়ান ডে সিরিজ শুরু হবে ২৪ 💜অক্টোবর। উল্লেখ্য, দুবাইয়ে চলতি টি-২০ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর। অর্থাৎ, বিশ্বকাপ𒁃 ফাইনালের ঠিক চার দিনের মাথায় শুরু হবে ভারত-নিউজিল্যান্ড ওয়ান ডে সিরিজ। এই সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ান ডে ম্যাচ খেলা হবে যথাক্রমে ২৭ ও ২৯ অক্টোবর। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। অর্থাৎ, বিশ্বের সব থেকে বড় স্টেডিয়ামে খেলা হবে ভারত-নিউজিল্যান্ড মহিলা ওয়ান ডে সিরিজ।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ভারতের স্কোয়াড
হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), স্মꦜৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, দয়ালান হেমলতা, দীপ্তি শর্মা, জেমিমা রডরিগেজ, যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), উমা ছেত্রী (উইকেটকিপার), সায়লি সাতঘরে, অরুন্ধতী রেড্ডি, রেনুকা সিং ঠাকুর, তেজল হাসাবনিস, সাইম ঠাকর, প্রিয়া মিশ্র, রাধা যাদব ও শ্রেয়াঙ্কা পাতিল।
কেন দলে নেই রিচা, আশা ও পূজা
বোর্ডের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বাংলার উইকেটকিপার-ব্💖যাটার রিচা ঘোষ দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার জন্য এই সিরিজে মাঠে নামবেন না। আশা শোভনা চোটের জন্য নিউজিল্যান্ড সিরিজে মাঠে নামতে পারবেন না। পূজা বস্ত্রকারকে বিশ্রাম দিয়েছেন জাতীয় নির্বাচকরা।