শ্রীলঙ্কা সফরের সূচি পরিবর্তিত হয়েছে। আর এই সংশোধিত সূচি শনিবার (১৩ জুলাই) প্রকাশ করল বিসিসিআই। নতুন সূচি অনুযায়ী ম্যাচগুলিকে এক দিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। যে কারণে ২৬ জুলাইয়ের পরিবর্তে ২৭ জুলাই থেকে শুরু হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের সিরিজ। লঙ্কা বাহিনীর বিরুদ্ধে ভারত ৩টি টি-টোয়েন্টি এ💎বং ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে এবং দুই সিরিজের জন্য দু'জন আলাদা অধিনায়ক দলকে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।
দুই সিরিজে সম্ভবত আলাদা অধিনায়ক
টি-টোয়েন্টি সিরিজে সম্ভবত হার্দিক পান্ডিয়াকেই নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে। এদিকে বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মার টি২০ থেকে অবসর নিয়েছেন। স্বাভাবিক ভাবেই সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ভারত অধিনায়ক কে হবেন, তা নিয়ে এখন নানা জল্পনা চলছে। তবে এই দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে হার্দিকই এগিয়ে রয়েছেন। আর শ্রীলঙ্কা সফরে ꦉযেহেতু রোহিতকে বিশ্রাম দেওয়া হচ্ছে, তাই তাঁর অনুপস্থিতিতে কেএল রাহুল ওডিআই দলকে নেতৃত্ব দিতে পারেন।
আরও পড়ুন: ১০ উইকেটে জিম্বাবোয়ে বধ শুভমনদের, এক ম্যাচ বাকি থাকতে ৩-১ সিরিজ পকেটে পু♏রল ভারত
এক নজরে পরিবর্ত সূচি
পরিবর্ত সময় সূচি অনুয𒈔ায়ী সিরিজটি ২৬-এর পরিবর্তে ২৭ জুলাই থেকে শুরু হবে। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ২৭ জুলাই, ২৮ জুলাই এবং ৩০ জুলাই। ওডিআই সিরিজটি শুরু হবে আবার ২ অগস্ট থেকে। দ্বিতীয় এবং তৃতীয় ওডিআই হবে যথাক্রমে ৪ এবং ৭ অগস্ট।
আরও পড়ুন: ভারতের লেজেন্ডদের হাতেও বধ পাকিস্তান, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশিপের শিরোপা জিতে ইতিহা🌟স 🍰যুবিদের
ওয়ানডেতে ফিরতে পারেন কেএল রাহুল, শ্রেয়স আইয়ার
ওডিআই সিরিজে কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ারের দলে ফেরার বড় সম্ভাবনা রয়েছে। আইয়ার এবং রাহুল উভয়ের সঙ্গেই গম্ভীরের সম্পর্ক দৃঢ়। আইপিএল ২০১৮-এর মাঝামাঝি আইয়ারের হাতে দিল্লি ক্যাপিটালসের অধিন꧙ায়কত্ব হস্তান্তর করার ক্ষেত্রে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন গৌতি। গত আইপিএলে, কেকেআর-এর দশক-ব্যাপী ট্রফির খরার অবসান ঘটাতে গম্ভীর এবং শ্রেয়স আইয়ার জুটি বড় ভূমিকা নিয়েছিলেন।
অন্যদিকে গম্ভীর এবং রাহুল লখনউ সুপার জায়ান্টসের মেন্টর-অধিনায়ক হিসাবে একসঙ্গে কাজ করেছেন। রাহুলকে টেস্ট ফরম্যাটে রোহিতের অধিনায়কত্✱বের ব্যাকআপ হি🧸সাবেও দেখা হচ্ছে।
গম্ভীর-আগরকার বৈঠক
নবনিযুক্ত ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর আগামী সপ্তাহে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি এবং ওয়ানডে ম্যাচের জন্য দল বাছাই করতে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির সঙ্গে দেখা করবেন। টি২০ বিশ্বকাপে খেলা বেশির ভাগ সিনিয়রকেই বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে তরুণ দলই পাঠানো হবে🐎 শ্রীলঙ্কায়। তরুঁদের সামনে নিজেদের প্রমাণ করার বড় সুযোগ থাকবে এই সিরিজেও।