ꦑ সানরাইজার্স হায়দরাবাদ তাদের আক্রমণাত্মক খেলায় উপযোগী এক নতুন ব্যাটিং তারকা খুঁজে পেয়েছে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মরশুমের উদ্বোধনী ম্যাচে ইশান কিষানের সেঞ্চুরির কারণে হয়তো তিনি সকলের নজর কাড়তে পারেননি, তবে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাত্র ১৩ বলে ৩৬ রান এবং দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪১ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে অনিকেত বর্মা নিজেকে প্রমাণ করেছেন। বাউন্ডারি টপকে দেওয়ার অসাধারণ দক্ষতা ও শক্তিশালী শট খেলার কৌশল তিনি ভারতীয় তারকা হার্দিক পান্ডিয়ার কাছ থেকে শিখেছেন, যার ব্যাটিং শৈলী ও জীবনসংগ্রামের গল্প ছোটবেলায় অনিকেতকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল।
🅰 হার্দিক পান্ডিয়া ও তাঁর ভাই ক্রুণাল পান্ডিয়ার সংগ্রামের গল্প বহুবার বলা হয়েছে, কিন্তু সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্সের মালিক নীতা আম্বানি আবারও সেই গল্প তুলে ধরেছেন। নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে নীতা আম্বানি বলেছিলেন, ‘আমি ওদের সঙ্গে কথা বলছিলাম, তখন ওরা বলল যে টানা তিন বছর ওরা শুধু ম্যাগি নুডলস খেয়েছে, কারণ ওদের কাছে অন্য কিছু কেনার টাকা ছিল না। কিন্তু ওদের মধ্যে আমি সেই স্পৃহা, আবেগ ও ক্ষুধা দেখেছিলাম—ওরা বড় কিছু করতে চায়। এই দুই ভাই হলেন হার্দিক পান্ডিয়া ও ক্রুণাল পান্ডিয়া।’
𝕴 হার্দিকের আইপিএল অভিষেকের এক বছর পর, যখন তিনি ইতিমধ্যেই ভারতের হোয়াইট-বল দলে জায়গা করে নিয়েছিলেন, তখন এই গল্পটি প্রথমবার প্রকাশ্যে আসে। অনিকেতের কাকা অমিত সেই সময় একটি পত্রিকায় এই গল্প পড়েছিলেন এবং অ্যাকাডেমিতে যাওয়ার পথে অনিকেতকে বলেছিলেন।
আরও পড়ুন … ꦦপুত্রসন্তান হল ইংল্যান্ডের মহিলা দলের ২ তারকার, পরিচয় করালেন সদ্যোজাতের সঙ্গে
💛 টাইমস অফ ইন্ডিয়াকে অনিকেত বর্মার কাকা অমিত বলেন, ‘অনিকেত তখন ১৪ বছর বয়সের ছিল। আমি পত্রিকায় পড়েছিলাম এবং ওকে সেই গল্পটা অ্যাকাডেমিতে যাওয়ার পথে বললাম। সেই দিন আমি ওর চোখে আগ্রহ, আবেগ এবং বড় কিছু করার ক্ষুধা দেখেছিলাম। একবার স্টেডিয়ামে পৌঁছে, সে আমার পা ছুঁয়ে বলল, ‘আমি তুচ্ছ বিষয় নিয়ে অভিযোগ করি।’ আমি হাসলাম, কিন্তু সে ছিল সিরিয়াস।’
আরও পড়ুন …♒ Asia Cup Hockey 2025: টুর্নামেন্ট খেলতে ফের ভারতে আসছে পাকিস্তানের দল
আইপিএল অভিষেকের পর কাকাকে উপহার দিলেন অনিকেত
🅠অনিকেতের কেরিয়ারের পুরো যাত্রায় তাঁর কাকা অমিত বড় ভূমিকা রেখেছেন। প্রথম তিনটি ম্যাচে তিনি তাঁর সঙ্গে ছিলেন, তারপর তিনি ভোপালে ফিরে যান। যাওয়ার আগে অনিকেত তাঁকে একটি আবেগঘন উপহার দেন। একটি ব্র্যান্ডেড স্পোর্টস শু, যার সঙ্গে লেখা ছিল: ‘বিশ্বের সেরা কাকার জন্য।’
আরও পড়ুন …🦩 IPL 2025: কোহলি, নরেন্দ্র মোদী, সলমন, ‘পুষ্পা’-কেও পিছনে ফেললেন ধোনি! জনপ্রিয়তার শীর্ষে মাহি
🔯 হাসতে হাসতে বলেন অমিত বলন, ‘আমার প্রথম চাকরি ছিল একটি অটোমোবাইল শোরুমে। তখন আমার বেতন ছিল মাত্র ৩,০০০ টাকা। অনিকেত ছেঁড়া জুতো পরে খেলছিল। আমি সঙ্গে সঙ্গে ওকে দোকানে নিয়ে গেলাম এবং ১,২০০ টাকা দিয়ে ওর জন্য একটি স্পোর্টস শু কিনে দিলাম। আমি কখনও এত দামি কিছু পরিনি, কিন্তু ওর জন্য আমি সব করতে রাজি ছিলাম। সেদিন ও নতুন জুতো পরে ঘুমিয়েছিল।’ অনিকেতের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার, যখন সানরাইজার্স হায়দরাবাদ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে। সকলের নজর থাকবে হার্দিকের ভক্ত অনিকেত বর্মার দিকে।