একটা দলের ট্রেডমার্ক স্বভাব, অপর দলের আবার হাতে প্রচুর টাকা আছে। আর সেই দু♏টি বিষয়ের গুঁতোয় আইপিএলের মেগা নিলামে অন্য় দলগুলোর মাথাব্যথা বাড়তে পারে। সংশ্লিষ্ট মহলের মতে, পঞ্জাব কিংসের হাতে এত টাকা আছে যে বাকি ন'টি দলের থেকে সবথেকে বেশিমাত্রায় ‘অল-আউট’ ঝাঁপাতে পারবে। টাকার অভাবে তারকা খেলোয়াড়দের নেওয়ার ক্ষেত্রে পঞ্জাবের সামনে কার্যত দাঁড়াতেই পারবে না কলকাতা নাইট রাইডার্স (কেকেআর), রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংসের (সিএসএক) মতো দলগুলি। আর অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের একটা ট্রেডমার্ক স্বভাবের কারণেও কেকেআর-সহ অন্যান্য দলগুলোর চাপ বাড়তে পারে। কারণ অতীতে একাধিকবার দেখা গিয়েছে, যে খেলোয়াড়কে নেবে দিল্লি, তাঁর জন্য তো দর হাঁকতই। আবার যে খেলোয়াড়দের জন্য অন্য দলগুলি ঝাঁপাত, তাঁদের জন্যও বিড করত। ফলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে দলে নিতে বাড়তি টাকা খোয়াতে হত। কমে যেত টাকা।
কোন দলের হাতে কত টাকা আছে?
এবারও দিল্লি সেই পথে হাঁটবে কিনা, সেটা আজ এবং আগামিকাল জেড্🌱ডায় বোঝা যাবে। দিল্লি সেই পথে না হাঁটলেও পঞ্জাবকে সমঝে চলবে সব দলই। কারণ আইপিএলের মেগা নিলামের প্রথম প্যাডল ওঠার কারণে পঞ্জাব𝐆ের কাছেই সবথেকে বেশি টাকা আছে - ১১০.৫ কোটি টাকা। তারপর আছে যথাক্রমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (৮৩ কোটি টাকা), দিল্লি (৭৩ কোটি টাকা), গুজরাট টাইটাইনস (৬৯ কোটি টাকা), লখনউ সুপার জায়ান্টস (৬৯ কোটি টাকা), চেন্নাই (৫৫ কোটি টাকা), কেকেআর (৫১ কোটি টাকা), সানরাইজার্স হায়দরাবাদ (৪৫ কোটি টাকা) এবং রাজস্থান (৪১ কোটি টাকা)। আর সেই টাকা নিয়ে যখন আইপিএলের নিলাম দর হাঁকবে দলগুলি, সেইসময় স্বভাবতই বাড়তি অ্যাডভান্টেজ পাবে পঞ্জাব।
নিলামের শুরুতেই ১২ জন মার্কি খেলোয়াড়
আইপিএলের তালিকা অনুযায়ী, নিলামের শুরুতেই ১২ জন মার্কি খেলোয়াড়ের নাম উঠবে। তাঁরা হলেন - জস বাটলার, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত, কাগিসো রাবাদা, আর্শদীপ সিং, মিচেল স্টার্ক, যুজবেন্দ্র চাহাল, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মিলার, কেএল রাহুল, মহম্মদ শামি, মহম্মদ শামি। সংশ্লিষ্ট মহলের ধারণা, ঋষভ পন্ত♕ের জন্য অল-আউট ঝাঁপাবে পঞ্জাব। কারণ তাদের ক্যাপ্টেন লাগবে। ক্যাপ্টেন আরও অনেক ফ্র্যাঞ্চাইজিরই লাগবে। কিন্তু পঞ্জাবের সঙ্গে সম্ভবত কেউ টেক্কা দিতে পারবে না।
একই কথা প্রয়োজ্য হবে একাধিক মার্কি প্লেয়ার এবং তারকা ক্রিকেটারদের ক্ষেত্রে। পঞ্জাবের হাতে এতটাই টাকা আছে যে মোটামুটি সকলের জন্য𝔍ই কিছুটা হলেও বিডিং করতে পারে। ফলে সকলের দামই বাড়িয়ে দিতে পারে পঞ্জাব। আর অন্যান্য দলকে বেশি টাকা দিয়ে পছন্দের খেলোয়াড়কে নিতে হবে। অনেক দলই চাইবে, যে খেলোয়াড়দের বাধ্য হয়ে ছেড়ে দিতে হয়েছে, তাঁদের কম দামে নিলাম থেকে নেওয়ার।&nbsওp;
আরও পড়ুন: IPL 2025 Mega A🐭uction LIVE: মেগা নিলামে কোন দল কতজন ক্রিকেটার কিনতে পারবে?
ভুগতে পারে KKR!
যেমন নিয়মের গেরোয় ফিল সল্টকে রাখতে পারেনি কেকেআর। নিলাম থেক♑ে তাঁকে কম টাকায় নিতে মরিয়া থাকবে। কিন্তু একাধিক স্লট পূরণ করতে হবে বলে একটা স্তর পর্যন্তই সল্টের জন্য দাম দিতে পারবে। তারপর বাধ্য হয়ে বিডিংয়ের দৌড় থেকে সরে যেতে হবে। আর সেই বিষয়টারই ফায়দা তুলে পারে পঞ্জাব, দিল্লি, বেঙ্গালুরুর মতো দলগুলি। কারণ ওই তিনটি দলের হাতে সবথেকে বেশি টাকা আছে।
কোন দলের কতগুলি ফাঁকা স্লট আছে?
১) কলকাতা নাইট রাইডার্স: ১৯।
২) পঞ্জাব কিংস: ২৩।
৩) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গলুরু: ২১।
৪) দিল্লি ক্যাপিটালস: ২১।
৫) গুজরাট টাইটানস: ২০।
৬) লখনউ সুপার জায়ান্টস: ২০।
৭) চেন্নাই সুপার কিংস: ২০।
৮) মুম্বই ইন্ডিয়ান্স: ২০।
৯) সানরাইজার্স হায়দরাবাদ: ২০।
১০) রাজস্থান রয়্যালস: ১৯।