২০২৫ সালের আইপিএলে ৫৫টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। বেশিরভাগ দলই লিগ পর্বে ১১টি ম্যাচ খেলে ফেলেছে। শুধুমাত্র গুজরাট টাইটান্স ১০টি এবং রাজস্থান রয়্যালস ১২টি ম্যাচ খেলেছে। ইতিমধ্যেই ফলাফলের ভিত্তিতে, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্ܫথান রয়্যালস টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। এদিকে এখনও পর্যন্ত কোনও দলই প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। এখন বাকি ৭টি দলের মধ্যে প্লে-অফের দৌড় আকর্ষণীয় হয়ে উঠেছে। আস♏ুন জেনে নেওয়া যাক, দলগুলির প্লে-অফে ওঠার সমীকরণ।
১৬ পয়েন্ট নিয়েও যোগ্যতা অর্জন সম্ভব নয়
আইপিএলের ইতিহাসে এমন একটিও ঘটনা ঘটেনি যেখানে লিগ পর♚্বে ১৬ পয়েন্ট অর্জন করার পরেও, কোন꧑ও দল প্লে-অফে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। তবে, এবার এই সমীকরণ বদলে যেতে পারে। বর্তমান পয়েন্ট টেবলের দিকে তাকালে মনে করা হচ্ছে যে, এবার প্লে-অফের কাটঅফ পয়েন্ট ১৬ থেকে ১৭ পর্যন্ত বেড়ে যেতে পারে।
এই কারণেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে থাকলেও, প্লে-অফে জায়গা নিশ্চিত করতে পারেনি। কাটঅফ পয়েন্ট বাড়লে ঋষভ পন্তের দল লখনউ সুপার জায়ান্টস বড় ক্ষতির সম্মুখীন হবে। কারণ, তাদের এখনও পর্যন্ত ১১টি ম্যাচে মাত্র ১০ পয়েন্ট। 🌜এখনও তাদের ৩টি ম্যাচ বাকি আছে, এমন কী যদি সেই ম্যাচগুলো জিততেও পারে লখনউ, তাহলেও তাদের ১৬ পয়েন্ট হবে। সেক্ষেত্রে তারা যোগ্যতা অর্জন করতে পারবে না। এই কারণে লড়াইটি মাত্র ৬টি দলের মধ্যে থাকবে।
আরও পড়ুন: IPL 202𝕴5 ফাইনালের দিনই টিম ইন্ডিয়ার প্লেয়াররা উড়ে যাবেন ইংল্যান্ডে, বড় সিদ্ধান্ত BCCI-এর
আরসিবি-কে টপকে দিল্লি কি শীর্ষে জায়গা করে নেবে?
যদিও আরসিবি বর্তমানে পয়েন্ট টেবলের এক নম্বরে অবস্থান করছে। কিন্তু আইপিএলে পরিস্থিতি বদলাতে খুব বেশি সময় লাগে না। শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। যেখানে মুম্বই ইন্ডিয়ান্স ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে এবং গুজরাট টাইটান্স ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। এছাড়াও দিল🍸্লি ক্যাপিটালস ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের পঞ্চম স্থানে রয়েছে।
১১ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। আমরা প্রসঙ্গত, পঞ্জাব এখন ২১ পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারে। যেখানে মুম্বই ২০, গুজরাট ২২, দিল্লি ১৯ এবং কলকাতা ১৭ পয়েন্টে পৌঁছাতে পারে। এর মানে হল যে, এই সমস্ত দলগুলোর এখনও আরসিবিকে ছাড়িয়ে যাওয়া♑র সুযোগ রয়েছে। এর জন্য, তাদের কেবল বাকি ম্যাচগুলি জিততে হবে। যেখানে বেঙ্গালুরুকে তাদের বাকি ম্যাচগুলি হারতে হবে।
প্লে-অফে যেতে দলগুলোকে ক'টি করে ম্যাচ জিততে হবে?
যদি ১৭ পয়েন্টকে প্লে-অফের কাটঅফ হিসেবে বিবেচনা করꦑা হয়, তাহলে সেই অনুয𒀰ায়ী আরসিবি এবং পিবিকেএস-এর আর একটি করে ম্যাচ জিতলেই চলবে। এর ফলে বেঙ্গালুরুর পয়েন্ট হবে ১৮, আর পঞ্জাবের পয়েন্ট হবে ১৭।
অন্যদিকে, প্লে অফে পৌঁছানোর জন্য জিটি, এমআই এবং ডিসিকে দু'টি ম্যাচ জিততে হবে। দু'টি করে ম্যাচ জয়ের পর, গুজরাট এবং মুম্বইয়ের পয়েন্ট হবে ১৮, আর দౠিল্লির কাট-অফ ১৭-তে পৌঁছে যাবে। কেকেআর-কে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ ১৭ পয়েন্টে পৌঁছতে হলে তাদের বাকি ৩টি ম্যাচের সবকটিতেই জিততে হবে। গুজরাটের ৪টি ম্যাচ বাকি আছে, বাকি সব দলের ৩টি করে ম্যাচ বাকি আছে।