এই মাসের শেষের দিকে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচ রয়েছে ভারতের। আর তার আগে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর দাবি করেছেন যেন, প্রতিটি খেলাতেই তাঁর টিম দয়ের অতৃপ্ত আকাঙ্খা নিয়ে মাঠে নামে। এবং পাকিস্তানের বিরুদ্ধে মౠ্যাচেও এই মানসিকতায় কোনও পরিবর্তন হবে না।
ভারতীয় মহিলা দল সম্প্রতি তিন ম্যাচের ওডিআই সিরিজ এবং একটি টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়লাভ করেছে। তবে টি-টোয়েন্টি সিরিজটি ১-১ ড্র হয়েছে। এর পর অবশ্য আত্মবিশ্বাসী ভারতীয় মেয়েরা। স্টার স্পোর্টসকে কৌর বলেছেন, ‘আমাদের এই মুহূর্তে যে ধর🐼নের দৃষ্টিভঙ্গি রয়েছে, তাতে যখনই আমরা ম্যাচ খেলতে নামছি, তখনই সব ম্যাচকে সমান গুরুত্ব দিচ্ছি। আমরা সকলেই প্রতিটি ম্যাচ জেতার বিষয়ে মরিয়া হয়ে থাকছি। এবং এই মানসিকতাই সকলের মধ্যে কাজ করছে।’
ভারতের মেয়েদের আসন্ন চ্যালেঞ্জ হল মহিলা এশিয়া কাপ, যা ১৯ জুলাই থেকে শ্রীলঙ্কায় শুরু হচ্ছে। হরংমনপ্রীত কৌর এবং তাঁর দল ডাম্বুলায় পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এই টুর্নামেন্টে তাদের অভিযান শুরু করবে। একজন অধিনায়ক হিসাবে হরমন বিশ্বাস করেন যে, উচ্চ-চাপের ম্যাচের সময়ে সতীর্থদের সংযত থাকতে সাহ🐼ায্য করাটাই তাঁর কর্তব্য।
আরও পড়ুন: KK🌱R-এ গম্ভীরের পরিবর্ত কে? উঠে এল নাইট জার্সিতে IPL জয়ী প্রোটিয়া প্লেয়ারের নাম
তিনি বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে খেললে দুই দেশেই ভিন্ন পরিবেশ থাকে। দুই দেশই চাইবে, তাদের দল জিতুক। একজন খেলোয়꧙াড় হিসাবে আমাদের উপর অনেক চাপ থাকে। কিন্তু একজন নেতা হিসাবে এই ꦐচাপের মাঝে প্লেয়ারদের সংযত থাকতে সাহায্য করাটাই আমার দায়িত্ব। আমার দল যাতে চাপ না নিয়ে মানসিক ভাবে হালকা থাকে, যাতে পাকিস্তানের বিরুদ্ধে খেলছে বলে বাড়তি চাপ না নেয়, সেই চেষ্টাই করব।’
ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ সব সময়েই ব্যাপক উত্তেজনার জন্ম দেয়- সেটা পুরুষ বা মহিলাদের ম্যাচ যাই হোক না কেন। যাইহোক, হরমনপ্রীত কৌর বিশ্বাস বলেছেন যে, ‘সবাইকে অনুভব করানো গুরুত্বপূর্ণ হবে যে, এটি আমাদের জন্য শুধুই আরও একটি ম্যাচ। এবং এই ম্যাচে♑ও আমাদের ভালো করতে হবে এবং দলকে জিততে হবে। স্টেডিয়ামে কী ঘটছে বা অন্য লোকেরা কাদের নিয়ে উল্লাস করছে বা তারা কার বিষয়ে কথা বলছে, এইগুলি আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। সেগুলি সম্পর্কে চিন্তা করার কোনও প্রয়োজনই নেই।’