চলতি মহারাজা ট্রফির চার ম্যাচে ဣমাঠে নেমে টানা তৃতীয় হাফ-সেঞ্চুরি করলেন করুণ নায়ার। ব্যাট হাতে নায়ারের জ্বলে ওঠা ৩টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ হারে মাইসোর ওয়ারিয়র্স। বাকি ২টি ম্যাচে জয় তুলে নেয় নায়ারের দল। সেদিক থেকে দেখলে করুণ মাইসোরকে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দি🌄চ্ছেন বলা যায়। উল্লেখ্য, ওয়ারিয়র্স সার্বিকভাবে টুর্নামেন্টের চার ম্যাচে মাঠে নেমে দ্বিতীয় জয় তুলে নেয়।
চলতি মহারাজা টি-২০ ট্রফিতে করুণ নায়ারের ব্যক্তিগত পারফর্ম্যান্স ও ম্যাচের ফলাফল:-
১. হুবলি টাইগার্সের বিরুদ্ধে প𝔍্রথম ম্যাচে করুণ নায়ার ১টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ৭ রান করে আউট হন। ဣমাইসোর ওয়ারিয়র্স ৯ উইকেটে ম্যাচ হারে।
২. ম্যাঙ্গালোর ড্রাগনসের বিরুদ্ধে করুণ নায়ার ৯টি চার ২টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৭৭ রান করে মাঠ ছাড়েন। মাইসোর ওয়ারিয়র্স ৫ উইকেটে ম্যাচ হারে।
৩. গুলবার্গা মিস্টিকসের বিরুদ্ধে করুণ নায়ার ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৯ ব﷽লে ৫৭ রান করে আউট হন। মাইসোর ওয়ারিয়র্স ৫৪ রানের ব্যবধানে ম্যাচ জেতে।
৪. এবার শিবমগ্গা লায়নসের বিরুদ্ধে নায়ার ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৬০ রানের আগ্রাসী ইনিংস খেলে মাঠ ছাড়েন। তাঁর দল মাইসোর ওয়ারিয়র্স꧋ ১২ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে।
মাইসোর ওয়ারিয়র্স বনাম শিবমগ্গা লায়নসের ফলাফল:-
চিন্নাস্বামীতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে মাইসোর ওয়ারিয়র্স। তারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৯০ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ভারতের হয়ে একদা টেস্টে ত্রিশতরান করা নায়ারের হাফ-সেঞ্চুরি ছাড়া এই ম্যাচে ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৪৬🃏 রানের কার্যকরী ইনিংস খেলেন অজিত কꦉার্তিক। এছাড়া মনোজ ভান্দাগে ২৯, তুষার সিং ১২ ও রাহুল রাওয়াত ১০ রানের যোগদান রাখেন।
শিবমগ্গার বাসুকি কৌশিক ও ক্রান্তি কুমার ২টি করে উইকেট দখল করেন। ১টি করে উইকেট নেন নিশ্চিত রাও, এইচএস শরৎ, প্রণব ভাটিয়া 🔯ও ক্যাপ্টেন শ্রেয়স গ🔜োপাল।
জবাবে ব্যাট করতে নেমে শিবমগ্গা লায়নস ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৭৮ রানে আটকে যায়। রোহন কদম ৩১, নিহাল উল্লাল ১১, রোহন নবীন ২৮, অভিনব মনোহর ২৬, শ্রেয়স গোপাল ২৬ ও এস শিবরাজ অপরাজিত ২৯ রা♒ন করেন। ওয়ারিয়র্সের এম বেঙ্কটেশ একাই ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট দখল করেন মণীশ রেড্ডি ও অজিত কার্তিক। ব্যাটে-বলে সফল অজিত ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন।