রবিবার সৌদি আরবের জেড্ডায় IPL মেগা অকশনের প্রথম দিনে ঝড় তোলেন ঋষভ পন্ত-শ্রেয়স আইয়াররা। এদের দলে নিতে ঝাঁপাবে সব ফ্র্যাঞ্চাইজি এটা আগের থেকেই অনুমান করা হয়েছিল। কিন্তু এদের পাশাপাশি বেশ কিছু আনক্যাপড ক্𝕴রিকেটারও নজর কাড়েন। তাঁদের দলে পেতেও কোটি টাকা খরচ করে IPL ফ𝓡্র্যাঞ্চাইজিগুলি। ৩০ লক্ষ টাকা বেস প্রাইস থেকে শুরু হলেও বেশ বড় দাম হাঁকান বেশ কিছু আনক্যাপড ক্রিকেটার। জেনে নিন কারা হলেন কোটিপতি -
রাসিক দার (৬ কোটি-RCB):
জম্মু কাশ্মীরের বোলার রাসিক সালাম দার। এই ক্রিকেটারকে নিজেদের দলে পেতে ৬ কোটি টাকা খরচ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর আগে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতেন। সম্প্রতি এমার্জিং এশিয়া ক🦹াপেও দুরন্ত পারফরমেন্স ছিল এই ক্রিকেটারের।
নমন ধীর (৫.২৫ কোটি-MI):
আনক্যাপড ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি টাকা ⛦পেলেন নমন ধীর। তাঁকে নিজেদের দলে পাওয়ার জন্য লড়াই চলতে থাকে MI, RCB, DC, RR এবং PBKS-এর মধ্যে। শেষ পর্যন্ত রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে তাঁকে দলে ফিরিয়ে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।
আব্দুল সামাদ (৪.২০ কোটি-LSG):
আব্দুল সামাদ-কে দলে নেওয়ার জন্য অকশনে লড়াই চলে RCB🌊, LSG এবং পঞ্জাব কিংসের মধ্যে। শেষ পর্যন্ত ৪.২০ কোটি টাকায় তাঁকে তুলে নেয় লখনউ সুপার জায়ান্ট। সান রাইজার্স হায়দরাবাদের কাছে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহারের সুযোগ ছিল, তবে তা ব্যবহার করেনি তারা।
নেহাল ওয়াধেরা (৪.২০ কোটি- PBKS):
নেহাল ওয়াধেরাকে কেন্দ্র করে অকশনের মঞ্চে লড়াই চলে CSK, LSG, PBKS এবং DC-র মধ্যে। শেষ পর্যন্ত তাঁকে ৪.২০ কোটি টাকায় তুলে নেয় পঞ্জাব কিংস। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে RTM কার্ড ব্যবহারের সুযোগ থাকলেও তারা তা ব♉্যবহার ক🎀রেনি।
আশুতোষ শর্মা (৩.৮০ কোটি- DC):
গতবছর পঞ্জাব কিংসের হয়ে নজর কেড়েছিলেন আশুতোষ শ⛄র্মা। এবার অকশনে তাঁকে পাওয়ার জন্য বিড করেছিল RCB এবং RR, পরে DC ময়দানে নামে। শেষ পর্যন্ত ৩.৮০ কোটি টাকায় তাঁকে তুলে নেয় দিল্লি ক্যাপিটালস।
অভিনব মনোহর (৩.২০ কোটি-SRH):
অভিনব মন⛦োহরকে পেতে বিড করেছিল RCB এবং CSK, ৯০ লক্ষ টাকা পর্যন্ত বিড করার পর সরে দাঁড়ায় RCB। এরপর CSK-র সঙ্গে লড়াইয়ে ঢুকে পরে SRH এবং GT, শেষ পর্যন্ত তাঁকে নিজেদের করে নিতে সক্ষম হয় সান রাইজার্স হায়দরাব🦹াদ।
অংকৃষ রঘুবংশী (৩ কোটি-KKR):
অংকৃষ রঘুবংশীকে কেন্দ্র করে লড়াই চলে CSK এবং KKR-এর মধ্যে, শেষ পর্যন্ত ৩ কোটি টাকায় তাঁকে দলে নেয় KKR। গত মরশুমেও অংকৃষ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন।