ক্রিকেটের মাঠ থেকে ম্যাচ গড়াপেটার অভিযোগ বহুবার ไউঠে এসেছে শিরোনামে। এর জেরে শাস্তি হয়েছে বহꦏু ক্রিকেটারের। এখানেই শেষ নয়, এমনকী বহু ক্রিকেটারের কেরিয়ারও শেষ হয়ে গিয়েছে এমন অভিযোগের জন্য। তবে শুধু ক্রিকেটার নয়, এর আগে কয়েকজন ক্রিকেট আধিকারিককেও শাস্তির মুখে পড়তে হয় এর জন্য।
এবার এমনটা ঘটেছে কলকাতা ময়দানে। গত কয়েক দিন ধরেই যা নিয়ে সরগরম কলকাতা ময়দান। সিএবি লিগে টাউন ও মহমেডানের ম্যাচে গড꧂়াপেটার অভিযোগ ওঠে। কিন্তু বাংলা ক্রিকেট সংস্থা (সিএবি) তরফ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি এমনকী অভিযুক্ত দুই দলের খেলা চালিয়ে যাওয়ায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। 🥀ক্রিকেট বিশেষজ্ঞদের এটাই বক্তব্য যে এমন ঘটনার পর সিএবির উচিত ছিল তদন্তের নির্দেশ দেওয়া। কিন্তু তারা সেটা করেনি, তাই প্রশ্ন জাগে আদৌ সিএবি কুলকিনারা করতে চাইছে নাকি পুরো ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
ঘটনার সূত্রপাত সিএবি লিগ ক্রিকেটে টাউন ও মহমেডানের ম্যাচ🎃ে। মহমেডান দলের ব্যাটাররা ইচ্ছাকৃত আউট হয়েছে, এমনটাই অভিযোগ ওঠে। এমনকী আউট হওয়ার ভিডিয়ো ছড়িয়ে পড🎶়তেই তৈরি হয়েছে একটি চাঞ্চল্যকর পরিস্থিতি। বাংলার প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী এই ঘটনাটি প্রকাশ্যে আনেন। কিন্তু ঘটনার চারদিন পেরিয়ে গেলেও কোনও রকমের কোনও পদক্ষেপ নেওয়া হয়নি সিএবির তরফ থেকে। এমনকী ন্যূনতম তদন্তের নির্দেশটাও দেওয়া হয়নি। এরপরই ক্রিকেটপ্রেমীরা এমন অব্যাবস্থা দেখে তুলোধোনা করে সিএবিকে। অধিকাংশই দাবি করেছেন যে পুরো ঘটনার ধামাচাপা দেওয়ার জন্য কোনও রকমের কোন তৎপরতা দেখাচ্ছেনা তারা।
এই প্রসঙ্গে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবরে জানা গিয়েছে, সিএবি বৈঠক ডেকেছে। স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, 'দেখুন পুরো ঘটনাটি আমরা শুনেছি। সেই কারণে ৬ তারিখে বৈঠক ডাকা হয়েছে টুর্নামেন্ট কমিটির। এরপর তারা অ্যাপেক্স কাউন্সিল যাবেন। এছাড়া অম্বাডসমান পুরো ঘটনাটি দেখবেন এবং যা সিদ্ধান্ত নেওয়ার বা রায় দেওয়ার উনিই দেবেন।' কারণ এই টাউন ক্লাবের সঙ্গে জড়িত সিএবির এক উচ্চপদস্থ কর্তা। ফলে তদন্ত শুরু হলেই তাঁর নাম𝓀 𒈔জড়ানোর সম্ভাবনা রয়েছে। আর সেই জন্যেই কি ধামাপাচাপা দিতে চাইছে সিএবি?
তবে ময়দানে চর্চা হচ্ছে সিএবি সভাপতির একটি বক্তব্য যা রীতিমতো সন্দেহ জাগিয়েছে সকলের মনে। স্নেহা꧂শিষ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, 'গর্ডন গ্রিনিজও তো জাজমেন্ট দিয়ে ৮৩ বিশ্বকাপের ফাইনালে আউট হয়েছিলেন।' এমন মন্তব্যের পর সকলের মনে প্রশ্ন জাগবে যে হঠাৎ আগ বাড়িয়ে তিনি কেন এমন কথা বললেন। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্🌌ত কি সিদ্ধান্ত নেওয়া হয়।