꧅ শ্রীলঙ্কায় বসতে চলেছে ঐতিহাসিক টেস্টের আসর। বিরল নজির তৈরি হবে শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ডের টেস্টে। আগামী সেপ্টেম্বরেই ক্রিকেটবিশ্ব দেখতে বিরল এক ঘটনা। সেপ্টেম্বর মাসের ১৮ তারিখ থেকে শুরু হবে টেস্ট ম্যাচ, চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ এই ম্যাচ নির্দিষ্ট পাঁচ দিনের বদলে হবে ৬দিনের। যদিও ক্রিকেটাররা মাঠে নামবেন পাঁচদিনই। আরেকদিন বিশ্রামের জন্য রাখা হয়েছে। যদিও তাঁর পিছনে রয়েছে অন্য কারণ। স্রেফ ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার জন্য নিয়ম ভেঙে ৬দিনের টেস্ট ম্যাচ হচ্ছে না। আসলে শ্রীলঙ্কায় সেই সময় রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা, সেই কারণেই মাঝে একদিন বিরতি দেওয়া হয়েছে। টানা তিনদিন টেস্টের খেলা হওয়ার পর একদিন বিরতি দেওয়া হবে।
♕আরও পড়ুন-Durand Cup Quarter Final Live-ডুরান্ডের সেমিফাইনালে মোহনবাগান, টাইব্রেকারে ৬-৫ গোলে জয়
🐻 ২০০৮ সালেও এমন টেস্ট অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০০৮ সালে একটি টেস্ট ম্যাচও ৬দিনের জন্য হয়েছিল, সেই সময় বাংলাদেশে লোকসভা নির্বাচনের জন্য। ২০০১ সালে জিম্বাবোয়ের বিপক্ষে একটি টেস্টে শ্রীলঙ্কাতেও এমন ৬দিনের টেস্ট অনুষ্ঠিত হয়েছিল, যেখানে একটি অতিরিক্ত দিন রাখা হয়েছিল মাঝে, সেই দিনটি বিশ্রাম দেওয়া হয়েছিল।
🐠আরও পড়ুন-‘হেডকে ১৫বার বিট হয়েছিল সেদিন’, ODI ফাইনাল হারের জন্য কপালকেই দুষছেন দ্রাবিড়
ဣ ১৯৯০ সাল পর্যন্ত ইংল্যান্ডের রবিবার খেলা বন্ধ থাকা রীতি ছিল। ১৯৯০ সালের আগে ইংল্যান্ডে সব টেস্টেই ম্যাচ রবিবার করে হত না, ফের সোমবার থেকে শুরু হত। ২০২৩ সালের প্রথমের দিকে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড দল একে অপরের মুখোমুখি হয়েছিল টেস্ট সিরিজে। ২০১৯ সালে শেষবার শ্রীলঙ্কায় টেস্ট খেলতে এসেছিল নিউজিল্যান্ড, সেই সিরিজ ১-১ ফলে ড্র হয়েছিল, সেবার টি২০ সিরিজ নিউজিল্যান্ড জিতেছিল ২-১ ফলে।
💎আরও পড়ুন-Breaking News- শাকিব আল হাসানের বিরুদ্ধে খুনের অভিযোগ! ঢাকার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের…
🐼 ভারতের নয়ডাতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। সেই ম্যাচে খেলার পরেই শ্রীলঙ্কা সফরে যাবে কিউয়িরা। এরপর ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ রয়েছে কিউয়িদের। ব্ল্যাক ক্যাপসদের সঙ্গে টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড দলও। এরপর বছরের শেষে সিমিত ওভারের সিরিজ খেলতে নিউজিল্যান্ডে সফর করবে শ্রীলঙ্কা দল। বহুকাঙ্খিত ৬ দিনের ঐতিহাসিক টেস্ট গলে-র মাঠে শুরু হবে ১৮ই সেপ্টেম্বর, এটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় থাকা একটি টেস্ট ম্যাচ।