শ্রেয়স আইয়ার দল ছাড়ার পরেই নিশ্চিত হয়ে গিয়েছিল যে, কেকেআরকে নতুন আইপিএল মরশুমের জন্য নতুন ক্যাপ্টেন খুঁজে নিতে হবে। কেননা তারা নিলামের আগে ধরে রাখেনি নীতীশ রানাকে, যিনি আগে একটি মরশুমে কলকাতাকে নেতৃত্ব দিয়েছেন। কেকജেআর মেগা নিলামে শ্রেয়সের জন্য লোক দেখানো দর হাঁকলেও নীতীশ রাহানে দলে ফেরানোর চেষ্টাই করেনি। অর্থাৎ, নীতীশকে প্রয়োজন নেই, এটা নিলামের আসরেই বুঝিয়ে দেয় নাইট রাইডার্স।
তার উপর বেঙ্কটেশ আইয়ারকে নিলাম থেকে ২৩ কোটি ৭৫ লক্🌞ষ টাকার বিরাট অঙ্কে দলে নেয় কলকাতা। সুতরাং, নিলামের প্রথম দিনের শেষে কেকেআরের সম্ভাব্য ক্যাপ্টেন হিসেবে উঠে আসে বেঙ্কটেশ আইয়ারে নাম। বেঙ্কটেশ মওকা বুঝে চওকা লাগাতে ভুল করেননি। তিনি অফিসিয়াল ব্রডকাস্টারদের সাক্ষাৎকারে বারবার উল্লেখ করেন যে, তিনি নিজেকে লিডারশিপ ভূমিকায় দেখেন। অর্থাৎ, ঘুরিয়ে কেকেআরের ক্যাপ্টেন হওয়ার ইচ্ছা প্রকাশ করেন আইয়ার।
সুরেশ রায়নায় মতো টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা এক্ষেত্রে বিশেষজ্ঞের চেয়ারে বসে স্পষ্ট জানান যে, কেকেআর নীতীশ রানাকে দলে ফেরায়নি মানে হয় রিঙ্কু সিং, নয়তো বেঙ্কটেশ আইয়ারকে ক্যাপ্টেন করবে 𓆉তারা। এমনটা নয় যে, কেকেআরের স্কোয়াডে নেতৃত্ব দেওয়ার মতো লোক আগে থেকে ছিল না। আন্দ্রে রাসেল নেতৃত্ব দেওয়ার যোগ্য। সুনীল নারিন ইতিমধ্যেই নাইট রাইডার্সের বিদেশি লিগের দলকে নেতৃত্ব দিয়েছেন।
তবে নেতা হিসেবে নারিনের রেকর্ড ভালো নয় মোটেও। তাই আইপিএলে তাঁকে খোলা মনে ব্যাট-বল করতে দিতে চায় কেকেআর। নারিনের ঘাড়ে নেতৃত্বের বোঝা চাপাতে রাজি নয় তারা। রাসেল চোটপ্রবণ। তাঁর পুরো মরশুমে মাঠে নামাই কলকাতার কাছে বাড়তি পাওনা। রিঙ্কু সিং এখনও ক্যাপ্টেন্সি করার মতো পরিণত নন। সেক্ষেত্রে বেঙ্কটেশই হতে পারতেন কেকেআরের নতুন ক্যাপ্টেন হওয়ার যোগ্য ব্💞যক্তি।
তবে সোমবার দ্বিতীয় দিন𓃲ের নিলামে একেবারে শেষ বেলায় অজিঙ্কা রাহানেকে কেকেআর দলে নেওꩲয়ার পরেই ছবিটা বদলে যায়। শ্রেয়সের বদলে প্রথম একাদশে একজন অভিজ্ঞ ভারতীয় ব্যাটার প্রয়োজন কেকেআরের। রাহানের থেকে ভালো বিকল্প এক্ষেত্রে কেকেআরের হাতে নেই। রাহানে রাজ্যদল মুম্বইকেই শুধু নয়, বরং জাতীয় দলকেও সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন।
চলতি রঞ্জি ট্রফিতেও রাহানে মুম্বইকে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন। সুতরাং, নতুন মরশুমের জন্য ক্যাপ্টেন বাছতে বসে অজিঙ্কার নাম উপেক্ষা করা মুশকিল কেকেআর টিম ম্যানেজমেন্টের পক্ষে। সুতরাং, এক্ষেত্রে বেঙ্কটেশ আইয়ারের প্রবল প্রতিদ্বন্দ্বি হয়ে উঠলেন রাহানে। শেষমেশ বেঙ্কশের আশায় জল ঢেলে রাহানে কলকাতার ꦉনতুন ক্যাপ্টেন হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।