ﷺ পাকিস্তান ক্রিকেট দলের ক্রিকেট বিশেষজ্ঞ মহসিন আলি ইউটিউব লাইভ চলাকালীন কিছু বিষয়ে মেজাজ হারিয়ে স্ত্রীর গায়ে হাত তোলেন। শুধু তাই নয়, তাঁকে এই ঘটনার বিষয়ে ব্যাখ্যা চাওয়া হলে, তিনি ক্ষমা চাইতেও অস্বীকার করেন। এই লজ্জাজনক ঘটনার ভিডিয়ো ক্রমশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তাঁকে নিয়ে চলছে তীব্র সমালোচনা।
আরও পড়ুন:🌄 Ranji Trophy-তে ব্যাজবল খেললেন KKR তারকা, IPL-এর আগেই ৯৫ বলে হাঁকালেন শতরান, অ্যাডভান্টেজে কর্ণাটক
🌟 টুইটারে প্রকাশিত দু'টি ভিডিয়ো সাম্প্রতিক সময়ের বলে জানা গিয়েছে। প্রথম ভিডিয়োতে দেখা গিয়েছে, মহসিন তাঁর স্ত্রীর গায়ে হাত তুলছেন। সেটাও বেশ ক্ষিপ্ত হয়েই। ভিডিয়োর শুরুতে পাকিস্তানি বিশেষজ্ঞ মহসিনের সঙ্গে ক্রিকেট সংক্রান্ত কিছু বিষয়ে আলোচনা করছিলেন পাকিস্তানের সঞ্চালক রিজওয়ান হায়দার। যাইহোক, এটি একটি আশ্চর্যজনক মোড় নেয়, যখন একজন মহিলার কণ্ঠস্বর শোনা যায় এবং মহসিন আলি তাঁর দিকে ফিরে তাকান। এবং নিজের বাঁ-হাত দিয়ে তাঁকে মারেন। প্রকাশ্যে এমন ঘটনা ঘটায় সকলেই অবাক! এর পর মহসিন আলি নির্বিকার চিত্তে আবার সঞ্চালকের কথায় মন দেন।
আরও পড়ুন: ﷽ফের শতরান যশস্বীর, ছেলেমানুষের মতো লাফিয়ে উঠলেন রোহিত, জয়সওয়াল ছুঁলেন কোহলি-বীরুর রেকর্ড
🐈 অন্যদিকে, দ্বিতীয় ভিডিয়োটিতে দেখা গিয়েছে, যখন একজন ভক্ত মহসিনকে তাঁর স্ত্রীর কাছে গার্হস্থ্য নির্যাতনের জন্য নিন্দে করেন। এবং স্ত্রীর কাছে ক্ষমা চাইতে বলেন। তবে মহসিন স্পষ্ট ভাবে তা প্রত্যাখ্যান করেন। তিনি উল্টে জোর গলায় বলেন, ‘আপনি যখন লাইভে বসবেন, তখন যদি এ ধরনের আচরণ করা হয়, আপনাকে বিরক্ত করা হয়, তখন আপনিও না জানি, কত ভায়োলেন্স করবেন। ৩১ বছর আমার বিবাহিত জীবন, আপনার অত বয়স নয়, যত দিন আমার বিয়ে হয়েছে। আমরা আমাদের মা-বোনদের সম্মান করি, তাই অন্যদেরকে এই সব শিক্ষা দিন। আগে শিষ্টাচার শিখুন।’