আইপিএলের ম্যাচে দিল্লি ক্যাপিটালস হারিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালসকে। একইসঙ্গে আইপিএলের প্লে অফের ক্ষীণ স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন ঋষভ পন্তরা। যদিও সেক্ষেত্রে পরের দুটি ম্যাচেই জিততে হবে দিল্লিকে, পাশাপাশি বাকি দলগুলির দিকেও তাকিয়ে থাকতে হবে। কারণ ১২ পয়েন্টে রয়েছে চেন্না👍ই সুপার কিংস, সানরাইজার্স হাদরাবাদ এবং লখনউ সুপার জায়ান্টসও। যদিও দিল্লি একটি ম্যাচ বেশি খেলেছে। ফলে পরের দুটো ম্যাচ জিতলে তাঁদের পয়েন্ট দাঁড়াবে ১৬, তখন বিচার হবে নেট রান রেট। এই মূহূর্তে যা অবস্থা তাতে একাধিক দলের ১৬ পয়েন্টে শেষ করার সম্ভাবনা রয়েছে। ফলে অঙ্কের নিরিখে একটা যে সুযোগ জ্যাক ফ্রেজার ম্যাকগার্কদের কাছে ꧅আছে সেকথা বলাই বাহুল্য। মঙ্গলবার অবশ্য রাজস্থানের বিপক্ষে সহজে জয় আসেনি দিল্লির। ২০ রানে ম্যাচ জিতলেও খেলায় মোড় ঘুরিয়ে দেয় আম্পায়ারের এক বিতর্কিত সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্তকেই সমর্থন করতে গিয়ে বিতর্কে জড়ান দিল্লি ক্যাপিটালস দলের চেয়ারম্যান তথা অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল।
আরও পড়ুন-IPL 2024-আইপিএল জিতে বাড়🍨ি ফেরার পর পাত্তাই দেননি স্ত্রী, বলছেন অজি অধিনায়ক-ভ🎐িডিয়ো
ম্যাচের ১৬তম ওভারে সঞ্জু স্যামসনের আউট ঘিরে বিতর্ক তৈরি হয়। ৮৬ রানে থাকা সঞ্জু𝓀 একটি শট খেলেন, তা বাউন্ডারি লাইনে ক্যাচ নেন দিল্লির শাই হোপ। কিন্তু দেখা যায়, ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটারের পা ছুঁয়েছে বাউন্ডারি লাইনে, কিন্তু থার্ড আম্পায়ার আউট দিয়ে বসেন। আর তাতেই সঞ্জু স্যামসন, কুমার সাঙ্গাকারা প্রতিবা✅দ জানান। তখনই স্ট্যান্ড থেকে জোর গলায় পার্থকে বলতে শোনা যায়,' এটা আউট'। তাঁর আগ্রাসী সেলিব্রেশন দেখে সমালোচকরা নিন্দা করেন। কারণ সঞ্জুর আউটটি ন্যায্য ছিল না। এরপর ম্যাচের শেষে সঞ্জুর সঙ্গে কথা বলা পর পার্থ জিন্দাল স্বীকার করে নিলেন তিনি ভয় পেয়ে গেছিলেন রাজস্থান অধিনায়কের ব্যাটিং দেখে।
আরও পড়ুন-T20 World Cupꩲ- ‘খুব বাজে ইংরেজি ♔বলত,কিন্তু ওর টি২০ বিশ্বকাপ জেতা উচিত,’কার কথা বললেন যুবরাজ?
ম্যাচের শেষে দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে এক ভিডিও পোস্ট করা হয় যেখানে দেখা যায় রাজস্থানের অধিনায়ক এ🐓বং কর্ণধারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন দিল্লির অন্যতম কর্ণধার। সেই পোস্ট শেয়ার করেই পার্থ জিন্দাল নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ খুব ভালো লেগেছে সঞ্জু এবং মনোজের সঙ্গে কথা বলতে পেরে। কোটলায় এমন শক্তিশালী ব্যাটিং বেশ উপভোগ করেছি। ও (সঞ্জু) আমাদের খুব চিন্তায় ফেলে দিয়েছিল, তাই ওরকম আচরণ করে ফেলেছি। পরে ওকে শুভেচ্ছাও জানিয়েছি। আমার দলের এট🌠া খুব ভালো জয়’।
আরও পড়ুন-IPL 2024-আইপඣিএলের মাঝেই প্রকাশিত হল নাইট রাইডার্সের সূচি, কোন লিগে এবার খেলবেন নারিন🌌রা!
উল্লেখ্য ৪৬ বলে ৮৬ রান করেন সঞ্জু স্যামসন। তিনি শেষ বল পর্যন্ত অপরাজিত থাকলে এই ম্যাচে দিল্লির জেতা যে কঠিন হয়ে যেত, সেকথা বলাই বাহুল্য। একইসঙ্গে মঙ্গলবারই রাজস্থানের প্লে অ🍬ফ নিশ্চিত হয়ꩵে যেত।