Rawalpindi weather forecast increases pressure: ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে যাচ্ছে ২০২৫🍷 চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূ🐠র্ণ ম্যাচে, যা আর কিছুক্ষণের মধ্যেই দুবাইয়ে অনুষ্ঠিত হতে চলেছে। রাজনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তান এই টুর্নামেন্টের স্বাগতিক দেশ হলেও, ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল টুর্নামেন্টের যাত্রা শুরু করেছে বাংলাদেশের বিরুদ্ধে জয় দিয়ে, এবং তারা সেই জয়ের ধারাবাহিকতা পাকিস্তান ম্যাচেও বজায় রাখতে চাইবে।
অন্যদিকে, পাকিস্তানের জন্য এটি একপ্রকার ‘অস্তিত্ব রক্ষার লড়াই’ হতে চলেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে বসায় মহম্মদ রিজওয়ানের দল এখন গ্রুপ এ-তে সবার নীচে অবস্থান ক𝔍রছে এবং গ্রুপ লিগ থেকে বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে। যদি ভারতের বিরুদ্ধে পাকিস্তান হেরে যায় এবং নিউজিল্যান্ড বাংলাদেশকে হারায়, তাহলে পাকিস্তান সরাসরি বিদায় নেবে। তবে, ভারতকে হারাতে পারলে তারা এখনও সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখဣতে পারবে।
২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচে বৃষ্টির পূর্বাভাস-
পাকিস্তানের শেষ ম্যাচটি বাংলাদেশ বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে (২৭ ফেব꧂্রুয়ারি) হওয়ার কথা, কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে, সেই ম্যাচ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। Accuweather অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত রাওয়ালপিন্ডিতে বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার, যখন পাকিস্তান ও বাংলাদেশ মুখোমুখি হবে, তখন ৮৪% সম্ভাবনা রয়েছে বৃষ্টির, সঙ্গে ৯৬% মেঘাচ্ছন্ন আকাশ। যদি এমন হয়, তবে ম্যাচ পরিত্যক্ত হবে এবং কোনও ফলাফল পাওয়া যাব🔯ে না।
আরও পড়ুন … CT 2025: পাকিস্তান ম্যℱ⭕াচের আগে রোহিতের অবসর নিয়ে জল্পনা! 'ও হয়তো..', বললেন প্রাক্তন তারকা
যদি এমনটা হয় তাহলে লিগ টেবিলের অবস্থা কী হবে?
এই মুহূর্তে গ্রুপ ‘বি’ এর লিগ টেবিলে এর এক নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। তাদের সংগ্রহ ১ ম্য়াচে ২। তালিকার দুই নম্বরে রয়েছে ভরত তাদেরও পয়েন্ট ১ ম্য়াচ🔯ে দুই। পাকিস্তানের পয়েন্ট ১ ম্যাচে শূন্য। বাংলাদেশেরও পয়েন্ট এক ম্যাচে শূন্য।
এমন অবস্থায় আজ যদি পাকিস্তান হেরে যায় তাহলে, ভারতের পয়ে💮ন্ট হবে ২ ম্যাচ চার ও পাকিস্তানের পয়েন্ট হবে ২ ম্যাচে শূন্য। আর যদি আজ পাকিস্তান জেতে তাহলে ভারতের পয়েন্ট হবে ২ ম্যাচ দুই ও পাকিস্তানের পয়েন্ট হবে ২ ম্যাচে দুই।
আরও পড়ুন … ভিডিয়ো: লাফিয়ে উঠে অবিশ্বাস্য ক্যাচ ৪𝓰৩ বছরের 'ব🍸ুড়ো' যুবরাজের! জিভ বের করলেন ব্যাটার
আজ যে দল হারবে তারাই চাপে পড়বে
বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের পরের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায় তাহলে ভারতের কাছে আজ হারলে পাকিস্তানের পয়েন্ট হবে ১, এবং যদি আজ রিজওয়ানরা জিতে বাংলাদেশ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে য🅰ায় ত💃াহলে পাকিস্তানের পয়েন্ট দাঁড়াবে ৩। ফলে আজ যদি পাকিস্তান না জেতে তাহলে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-র নকআউটে যাওয়ার সম্ভবানা একেবারেই থাকবে না। উলটো দিকে আজ যদি ভারত হেরে যায় তাহলে রোহিতদেরও চাপ বাড়তে পারে।
ম্যাচের আগে কী বললেন আকিব জাভেদ?
এমন পরিস্থিতি এড়াতে পাকিস্তানকে রবিবার ভারতের বিরুদ্ধে জিততেই হবে। তবে তাদের জন্য কাজটা সহজ হবে না, কারণ তারা ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারাল🥀েও, এবারের ভারতীয় দল খুবই শক্তিশালী। ম্যাচের আগে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আকিব জাভেদ বলেন, ‘ভারত বনাম পাকিস্তান ম্যাচের উত্তেজনাই আসল সৌন্দর্য। আপনি দশটা ম্যাচ জিতলেও, ১১তম ম্যাচে চাপ থাকবে।’
ম্যাচের আগে কী বললেন শুভমন গিল?
অন্যদিকে, ভারতের ওপেনার শুভমন গিল বলেন, ‘আমি মনে করি না যে ভারত-পাকিস্তান ম্যাচকে বেশি বা কম গুরুত্ব দেওয়া উচিত। এটি দীর্ঘ ইতিহাসের একটি অংশ। এই দুই দল যখন মুখোমুখি হয়, তখন ম্যাচটি উপভোগ্য হয়🌌ে ওঠে। যদি এত মানুষ এটি দেখে আনন্দ পায়, তাহলে আমরা কেন বলব যে এটি বেশি বা কম হাইপড? আমরা মাঠে ক্রিকেট খেলতে যাই, আমাদের লক্ষ্য থাকে দেশকে প্রতিনিধিত্ব করা এবং জয় ছিনিয়ে আনা।’