ভারতীয় দলে কামব্যাক আরও দীর্ঘায়িত হচ্ছে মুম্বই রঞ্জি দলের ক্রিকেটার তথা কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ারের। রঞ্জি ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মহারাষ্ট্রের বিরুদ্ধে অনবদ্য শতরান করে জাতীয় দলের দরজায় কড়া নাড়া ꦫসবেমাত্র শুরু করেছিলেন মুম্বইয়ের এই মিডল অর্ডার ব্যাটার, কিন্তু তাঁর মধ্যেই এল বড় দুঃসংবাদ, যার ফলে ধাক্কা খেল তাঁর কামব্যাকের স্বপ্ন।
কেকেআর ছাড়তে পারেন শ্রেয়স-
এমনিতেই সময়টা খুব একটা ভালো যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের। কারণ এবারে আইপিএলে দলকে চ্যাম্পিয়ন করলেও শোনা যাচ্ছে তাঁকে প্রথম রিটেনশন বাবদ ১৮ কোটি টাকা দিতে চাইছে না কেকেআর, আন্দ্রে রাসেলকে ওই দামে রিটেন করতে চাইছে নাইট ম্যানেজমেন্ট। সেই কারণে নাকি দল ছাড়তে পারেন শ্রেয়স আই💝য়ার।
আরও পড়ুন-২ বছর নয়! ICC চেয়ারম্যান হিসেবে টানা ৩ বছর থাকতে𓃲 পারেন জয় শাহ! আ💙সতে পারে নয়া নিয়ম…
কাঁধে চোট, ত্রিপুরার বিরুদ্ধে নেই শ্রেয়স-
শ্রেয়র আইয়ারের কাঁধে চোট রয়েছে। সেই কারণে তিনি মুম্বই রঞ্জি দলের হয়ে তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলতে পারবেন না। ২৬ অক্টোবর থেকে আজিঙ্কা রাহানেদের⭕ দল খেলতে নামব꧋ে ত্রিপুরার বিরুদ্ধে। কিন্তু সেই ম্যাচে সাদা জার্সিতে মাঠে নামা হবে না মহারাষ্ট্রের বিরুদ্ধে ১৯০ বলে ১৪২ রান করা এই তারকা ব্যাটারের।
ধারাবাহিকতা ধাক্কা খেল চোটে-
লাল বলে এই নিয়ে🅠 টানা সাতটি ম্যাচে খেলেছিলেন শ্রেয়স আইয়ার, বুঝিয়ে দিয়েছিলেন তিনি জাতীয় দলে ফেরার জন্য অত্যন্ত মরিয়া। প্রথম দিকে পারফরমেন্স তেমন ছিল না তাঁর। এরপর মহারাষ্ট্রের বিরুদ্ধে যখন বহুকাঙ্খিত ফর্ম ফিরে পেলেন তিনি, তখনই ঘটল বিপত্তি। কাঁধের চোটের জন্য তিনি ছিটকে গেলেন পরের ম্যাচ থেকেই, ফলে ধারাবাহিকতা আবারও ধাক্কা খেল তাঁর।
শরীরের দিকে নজর দেব-
আগেই শ্রেয়স আইয়ার বলেছিলেন, ‘যে যাই বলে বলুক, আমি ক্রিকেট খেলার বিষ🦩য় নিজের শরীরকে অতিরিক্ত চাপ দেব না। শেষ কয়েক বছরে আমি কতটা ক্রিকেট খেলেছি সেটা আমি জানি, তাই শরীরকে কষ্ট দিয়ে বা চাপ দিয়ে কোনও কিছুই করব না, আশা করব এই কাজে আমার দলও পাশেই থাকবে ’।