গলে অনুষ্ঠিত শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের প্রথম দিন বুধবার স্টিভ স্মিথ ঐতিহাসিক ১০,০০০ টেস্ট রানের মাইলফলক অতিক্রম করলেন। এই সময়ে নিজের ৩৫তম টেস্ট শতরানও পূর্ণ করেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়াকে ২ উইকেটে🅘 ৩৩০ রানে পৌঁছে দিতে বড় ভূমিকা পালন করেছেন স্মিথ। দিনের শেষে স্মিথ ১০৪ রানে অপরাজিত রয়েছেন। তাঁর সঙ্গে উসমান খোয়াজা ১৪৭ রানে অপরাজিত রয়েছেন। অস্ট্রেলিয়ার ইনিংস শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে। খোয়াজা ও স্মিথ মিলে তৃতীয় উইকেটে ১৯৫ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তোলেন।
পন্টিং-সচিনের পরেই জায়গা করলেন স্মিথ-
চার নম্বরে ব্যাট করতে নেমে স্মিথ তাঁর চিরপরিচিত নির্ভুল ব্যাটিং দক🌜্ষতা ও ধৈর্য প্রদর্শন করেন এবং উসমান খোয়াজার সঙ্গে শক্তিশালী পার্টনারশিপ গড়ে তোলেন। ১৭৯ বলে (১০টি চার ও ১টি ছয়) শতরান পূর্ণ করে তিনি দ্রুততম ৩৫ টেস্ট শতরানের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন। স্মিথ ৩৫তম টেস্ট শতরান করতে ২০৫টি ইনিংস খেলেছেন। যেখানে শুধুমাত্র রিকি পন্টিং (১৯৫ ইনিংস) ও সচিন তেন্ডুলকর (২০০ ইনিংস) তাঁর আগে রয়েছেন।
৩৫তম টেস্ট শতরান করা সপ্তম ব্যাটার-
স্মিথ টেস্ট ক্রিকেটে ৩৫ শতরান করা মাত্র সপ্তম ব্যাটসম্য🔥া♎ন হয়েছেন। এই তালিকায় তাঁর সঙ্গে রয়েছেন সচিন তেন্ডুলকর (৫১), জ্যাক ক্যালিস (৪৫), রিকি পন্টিং (৪১), কুমার সাঙ্গাকারা (৩৮), রাহুল দ্রাবিড় (৩৬) এবং জো রুট (৩৬)।
সুনীল গাভাসকর, ব্রায়ান লারাকে টপকালেন স্টিভ স্মিথ-
এদিন শতরান করার মাধ্যমে সুনীল 🌟গাভাসকর, ব্রায়ান লারা, মাহেলা জয়বর্ধনে এবং ইউনিস খানকে পিছনে ফেলে দিয়েছেন স্টিভ স্মিথ। তাদের♚ প্রত্যেকের ৩৪টি টেস্ট শতরান রয়েছে।
অ্যালান বর্ডার ও স্টিভ ওয়াহকে টপকে গেলেন স্মিথ-
অধিনায়ক হিসেবে এটিই ছিল স্ট💦িভ স্মিথের ১৬তম টেস্ট শতরান, যা তাকে অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক শতরান করা অধিনায়কদের তালিকায় অ্যালান বর্ডার ও স্টিভ ওয়াহকে (১৫) ছাড়িয়ে দ্বিতীয় স্থানে নিয়ে গেছে। অস্ট্রেলীয় অধিনায়কদের মধ্যে শুধুমাত্র রিকি পন্টিং (১৯) এর বেশি শতরান রয়েছে। বিশ্বব্যাপী অধিনায়কত্বে সর্বাধিক শতরানের তালিকায় স্মিথ চতুর্থ স্থানে রয়েছেন, যেখানে গ্রায়েম স্মিথ (২৫), বিরাট কোহলি (২০) ও পন্টিং তাঁর ওপরে রয়েছেন।
ডন ব্র্যাডম্যানের পরেই নাম লেখালেন স্টিভ স্মিথ-
স্মিথ অধিনায়ক হিসেবেও অসাধারণ ব্যাটিং পরি🐻সংখ্যান গড়ে তুলেছেন। ৪,০০০ টেস্ট রানের কাছাকাছি পৌঁছে তিনি অধিনায়ক হিসেবে ৬৮-এর ওপরে ব্যাটিং গড় বজায় রেখেছেন, যা ৩,০০০-এরꦕ বেশি রান করা অধিনায়কদের মধ্যে স্যার ডন ব্র্যাডম্যানের (১০১ গড়) পর দ্বিতীয় সর্বোচ্চ।
আরও পড়ুন… IPL 2025: KKR-এর সহকারী কোচের প্রস্তাব ফিরিয়ে দিলেন ঋদ্ধিম🎐ান সাহা! জানালেন আসল কারণ
বিশ্বের ১৫তম ব্যাটার যিনি এমনটা করলেন-
এর আগে দিনের শুরুতে স্মিথ টেস্ট ক্রিকেটে ১০,০০০ রান করা মাত্র ১৫তম ব্যাটসম্যান হয়েছিলেন। এবং অস্ট্রেলীয় কিংবদন্তি অ্যালান বর্ডার, স্টিভ ওয়াহ ও রিকি পন্টিংয়ের তালিকায় নাম 𒐪লেখান। দ্রুততম ১০,০০০ রান করা ব্যাটারদের তালিকায় স্টিভ স্মিথ পᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚঞ্চম স্থানে রয়েছেন। যেখানে শুধুমাত্র সচিন তেন্ডুলকর, ব্রায়ান লারা, কুমার সাঙ্গাকারা ও রিকি পন্টিং (১৯৫ বা ১৯৬ ইনিংস) তাঁর আগে রয়েছেন।