আইপিএল যেন ব্যাটিংয়ের এক বিপ্লব ঘটিয়েছে। গত দুই-তিন বছরে, লিগটি একাধিকবার সমালোচিত হয়েছে ফ্ল্যাট উইকেট এবং ব্যাটিং-বান্ধব পিচগুলোর জন্য, যেখানে প্রায়ই ২৫০-এর বেশি রানের মতো বিশাল স্কোর দেখা যাচ্ছে। চলতি আসরেও ছক্কার বন্যা অব্যাহত রয়েছে, যেখানে বোলারদের খুব একটা প্রভাব ফেলতে দেখা যাচ্ছ🧸ে♑ না। দক্ষিণ আফ্রিকার পেস তারকা ও গুজরাট টাইটান্সের (GT) বোলার কাগিসো রাবাদা আইপিএলের উইকেটের এই বৈষম্য নিয়ে সরাসরি নিজের মতামত জানিয়েছেন।
ক্রিকেট বলা যাবে না, এটাকে শুধু ব্যাটিং বলাই ভালো- কাগিসো রাবাদা
IPL 2024-এ ৭৪ ম্যাচে ১২৬০টি ছক্কা দেখা গিয়েছিল। যেটি প্রতি ম্যাচে গড়ে ১৭.০২ টি করে ছক্কা মারার রেকর্ড। তবে IPL 2025-এ এখন পর্যন্ত ১৩ ম্যাচে ২৫৫টি ছক্কা মারা হয়েছে। চলতি মরশুমে প্রতি ম্যাচে প্রায় ১৯.৬১ টি করಞে ছক্কা মারা হয়েছে। এই বিষয়ে কাগিসো রাবাদা বলেন, ‘যদি উইকেটগুলো খুব বেশি ফ্ল্যাট হয়ে যায়, তাဣহলে এটাকে আর ক্রিকেট বলা যাবে না। তখন এটাকে শুধু ব্যাটিং বলাই ভালো।’
আইপিএল-এর ফ্ল্যাট পিচ নিয়ে খোঁচা দিয়েছেন কাগিসো রাবাদা
টা♋ইমস অব ইন্ডিয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কাগিসো রাবাদা আইপিএলের কঠিন বোলিং কন্ডিশন নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন। যখন তাকে প্রশ্ন করা হয়, গত মরশুমে ব্যাটসম্যানরা ১২৬০টি ছক্কা হাঁকিয়েছিলেন এবং এবারের এখনও পর্যন্ত ২৫০+ রান নিয়মিত হচ্ছে—এ বিষয়ে তার মতামত কী? জবাবে রাবাদা কোনও রাখঢাক ন⛦া রেখে সোজাসাপ্টা উত্তর দেন।
আরও পড়ুন … মুম্বই ছাড়ছেন 🃏যশস্বী, গোয়ার পথে জসওয়াল! ক꧙েন নিলেন এত বড় সিদ্ধান্ত?
IPL একঘেয়ে হয়ে যাবে- রাবাদার ভবিষ্যদ্বাণী
কাগিসো রাবাদা বলেন, ‘যদি উইকেটগুলো খুব বেশি ফ্ল্যাট হয়ে যায়, তাহলে এটাকে ক্রিকেট বলার কোনও মানে নেই।𝓀 তখন এটাকে শুধু ব্যাটিং বলাই ভালো। ‘চলো সবাই, ব্যাটিং খেলি!’ উইকেট যদি অতিরিক্ত ফ্ল্যাট হয়, তাহলে এর কোনও অর্থ নেই। এটা খুব বেশি একঘেয়ে হয়ে যাবে।’
অতিরিক্ত ফ্ল্যাট পিচে মজা থাকে না- রাবাদা
তিনি আরও বলেন, উচ্চ-স্কোরিং ম্যাচ নিয়ে তার কোনও আপত্তি নেই তবে বারবার একই ধরনের ফ্ল্যাট ট্র্যাক ক্রিকেটপ্রেমীদের জন্য হতাশাজনক। রাবাদা বলেন, ‘আমি বড় স্কোরের খেলা নিয়ে আপত্তি করি না। ক্ไরিকেটে এ ধরনের ম্যাচ দরকার। কিন্তু যদি কন্ডিশনগুলো সবসময়ই অতিরিক্ত ফ্ল্যাট হয়, তাহলে সেটার কোনও মজাই থাকবে না।’
আইপিএলে কাগিসো রাবাদার কেরিয়ার
২০১৭ সালে আইপিএ⛦লে অভিষেকের পর থেকে কাগিসো রাবাদা অন্যতম ভয়ঙ্কর ফাস্ট বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন এবং দলের প্রধান স্ট্রাইক বোলার হয়ে ওঠেন। ২০২০ মরশুমে তিনি ১৭ ম্যাচে ৩০ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জেতেন, যা দিল্লিকে প্রথমবারের মতো আইপিএল ফাইনালে পৌঁছাতে সাহায্য করেছিল। এরপর ২০২২ সালে তিনি পঞ্জাব কিংসে যোগ দেন, যেখানে তার অভিষেক মরশুমেই ২৩ উইকেট শিকার করেন। ২০২৫ সালের আইপিএলের আগে, গুজরাট টাইটান্স তাদের বোলিং আক্রমণ শক্তিশালী করতে রাবাদাকে ১০.৭৫ কোটি টাকার বিনিময়ে দলে নেয়।
আইপিএলে রাবাদার পরিসংখ্যান
কাগিসো রাবাদার আইপিএল পরিসংখ্যান তার দুর্দান্ত ফর্মের সাক্ষ্য বহন করে। ৮২ ম্যাচে তিনি ১১৯ উইকেট শিকার করেছেন। তার গড় ২২.২৯ এবং স্ট্রাইক রেট ১৫.৬৮, যা তাকে লিগের অন্যতম কার্যকরী বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার ইকোনমি রেট ৮.৫৩, যা ফ্ল্যাট পিচেও চাপ ধরে রাখার দক্ষতা প্রমাণ করে। তবে, চলতি মরশুম তার জন্য ভালো যাচ্ছে না। দুই ম্যাচে তিনি ৮০ রানের বেশি খরচ করেছেন। আগামী এপ্রিল ২, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়♍ামে RCB-র বিরুদ্ধে ম্যাচে তিনি নিজের পারফরম্যান্স পুনরুদ্ধারের চেষ্টা করবেন।