ILT20 ২০২৫ ফাইনালে দুবাই ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তুলে ছিলেন ডেজার্ট ভাইꦿপার্সের অধিনায়ক স্যাম কারান। তবে শেষ পর্যন্ত তাঁর লড়াই কাজে আসেনি। শেষ পর্যন্ত চার উইকেটে ম্যাচটি জিতে দুবাই ক্যাপিটালস চ্যাম্পিয়ন হয়। ম্যাচ হারলেও ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই ম্যাচে, বাঁহাতি এই ব্যাটসম্যান স্কট কুগেলেইনের এক ওভারে বিশাল ১১৭ মিটার ছক্কা হাঁকান এবং দলের স্কোরকে শক্ত অবস্থানে নিয়ে যান।
অধিনায়ক স্যাম কারানের দুর্দান্ত ইনিংস
৭৫/৩ স্কোরে ক্রিজে আসেন স্যাম কারান এবং দলের দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। চাপের মুখে নিজের প্রথম আট বলে একটি বাউন্ডারি হাঁকান এবং এরপর ইন-ফর্ম বোলার কাইস আহমেদের বি♈রুদ্ধে প্রথম ছক্কাটি মারেন। তবে কারানের আসল তাণ্ডব শুরু হয় ১৮তম ওভারে, যখন তিনি ওয়েস্ট ইন্ডিয়ান পেসার ওবেড ম্যাককয়কে এক ওভারে ত⛦িনটি বাউন্ডারি হাঁকিয়ে নিজের স্কোর ২৬ বলে ৪২ রানে নিয়ে যান। এরপর ১৯তম ওভারে স্কট কুগেলেইনের বলে বিশাল ১১৭ মিটার ছক্কা হাঁকিয়ে বলকে গ্যালারির সর্বোচ্চ স্তরে পাঠিয়ে দেন।
আরও পড়ুন… মেসি গোল করলেন ও করালেন! ইন্টার মায়ামির ৫-০ দাপুটে জয়, প্রতিপক্ষ ফুটব༺লারদের সঙ্গে ছবি তুললেন LM10
শেষ পর্যন্ত কারান ৩৩ বলে ৬২ রানে অপরাজিত থাকেন। তাঁর এই দুর্দান্ত ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। তাঁর ইনিংসের ফলে ডেজার্ট ভাইপার্স নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান সংগ্র💎হ করে। এই ইনিংসের ফলে স্যাম কারানের টুর্নামেন্টে মোট রান সংখ্যা দাঁড়ায় ৩৮৭, যা এই আসরে পঞ্চম সর্বোচ্চ 𝓀রান।
ম্যাক্স হোল্ডেন ও স্যাম কারানের দুর্দান্ত পারফরম্যান্স
টস হেরে প্রথমে ব্যাট ক🍒রতে নেমে ডেজার্ট ভাইপার্সের শুরুটা ভালো হয়নি। ৪.২ ওভারে ৩৪ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে দল চাপে পড়ে যায়। তবে দলের হাল ধরেন ম্যাক্স হোল্ডেন, যিনি ৫১ বলে ৭৬ রান করেন, ১২টি চার হাঁকিয়ে। শেষের দিকে স্যাম কারান ও আজম খান (১৩ বলে ২৭)* দুর্দান্ত ব্যাটিং করেন এবং দলকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোরের দিকে নিয়ে যান। দুবাই ক্যাপিটালসের হয়ে ওবেড ম্যাককয় ২টি উইকেট নেন, আর হায়দার আলি ও সিকান্দার রাজা ১টি করে উইকেট শিকার করেন।
আরও পড়ুন… UFC: এক ঘুষিতেই ๊খেলা শেষ! মাত্র ১৯ সেকেন্ডে নকআউট ভারতের অংশুল জুবলি, তা꧙রপরেই শুরু বিতর্ক
চেজ করতে নেমে ধাক্কা খায় দুবাই ক্যাপিটালস
১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুবাই ক্যাপিটালসের শুরুটা ভয়াবহ হয়। মাত্র ৪.৫ ওভারে ৩১ রানে তিনটি উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় দল। তবে ওপেনার শাই হোপ ও রোভম্যান পাওয়েল ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যান। রোভম্যান পাওয়েল ৩৮ বলে ৬৩ রান করেন এবং শাই হোপ ৩৯ বলে ৪৩ রান করেন। এরপরে দাসুন শানাকা ১০ বলে ২১ রানের ইনিংস খেলেন এবং সিকান্দার রাজা ১২ বলে অপরাজিত ৩৪ বলের ইনিংস খেলে ম্যা𓆉চটি জেতান।
প্রথমবার ILT20 শিরোপা জিতল দুবাই ক্যাপিটালস
ডেজার্ট ভাইপার্স ও দুবাই ক্যাপিটালস উভয়েই এর আগে একবার করে ILT20 ফাইনালে উঠলেও কখনও ট্রফি জিততেℱ পারেনি। তবে ২০২৫ সালের এই ফাইনালে অবশেষে দুবাই ক্যাপিটালস তাদের প্রথম ILT20 শিরোপা জিতল।