ওয়াশিংটন সুন্দরের ম্যাজিকে পুণেতে রক্তচাপ কমল রোহিত শর্মার। তিন ওভারে তিনটি উইকেট নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতকে ম্যাচে ফিরিয়ে আনলেন। তিন উইকেটে ১৯৭ রান থেকে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় ছয় উইকেটে ২০৪ রান। বিশেষত প্রথম যে উইকেটটা নেন, সেটা তো ম্যাজিক ছিল পুরো। যে রাচিন রবীন্দ্রের বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজারা🔥 বেশ নাকানিচোবানি খেয়েছেন, তাঁকে একটা দুর্ধর্ষ বলে আউট করে দেন সুন্দর। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে রাচিন যে ফর্মে আছেন, তাতে খুব অসামান্য বলেও কিছু হত না। একটা ম্যাজিক বলই লাগত। আর সেই ম্যাজিক বলটা বের হয় সুন্দরের হাত থ🉐েকে।
ওয়াশিংটনের ‘সুন্দর’ ম্যাজিক
বৃহস্পতিবার পুণে টেস্টের প্রথম দিনে ৫৯.১ ওভারে রাচিনকে আউট করেন সুন্দর। ক্রিজ থেকে কিছুটা দূরে গিয়ে একট𒐪ু জোরে বল করেন ভারতীয় অফস্পিনার। একদম অফস্টাম্প লাইনে বলটা পড়ে। সেরকম বলে বেঙ্গালুরু থেকে যে কাজটা করে আসছেন রাচিন, সেটাই করার চেষ্টা করেন। একদম সোজা ব্যাটে ডিফেন্সের চেষ্টা করেন কিউয়ি তারকা💙।
সেইসময় রাচিন নির্ঘাত ভেবেছিলেন যে বলের গতিপথটা সামলে নিয়েছেন। অর্থাৎ লাইনটা কভার করে নিয়েছেন। কিন্তু বলটা একদম (এক…….কদম) সামান্য বেঁকে রাচিনের ব্যাটের কাণার পাশ দিয়ে বেরিয়ে গিয়ে অফস্টাম্পে আছড়ে পড়ে। তারপরই উচ্ছ্বাসে ফেটে পড়েন সুন্দর। রাচিনের হতবাক হওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না। ১০৫ বলে ৬৫ রানে দুর্দান্𝐆ত ইনিংস খেলে ড্রেসিংরুমের পথে হ⛦াঁটা লাগাতে হয় তাঁকে।
ব্লান্ডেলকে বোল্ড ওয়াশিংটনের
রাচিন আউট হওয়ার পরে নতুন কোনও বিপদ ছাড়াই চা বিরতিতে যাওয়ার জন্যই ১৭টি বল সামলাতে হত নিউজিল্যান্ডকে। কিন্তু চা বিরতি🐻র ঠিক আগের বলে ব্লান্ডেলকে বোল্ড করেন ওয়াশিংটন। অফস্টাম্পের বাইরে লেংথ বল করেন। অনেকটা ঘুরে যায় বলটা। ড্রাইভ মারতে যান কিউয়ি ব্যাটার। কিন্তু ব্যাট এবং প্যাডের ফাঁক দিয়ে বলটা উইকেটে আছড়ে পড়ে। ১২ বলে তিন রানে আউট হয়ﷺে ড্রেসিংরুমে ফিরে যান ব্লান্ডেল।
ওয়াশিংটনের ‘পারফেক্ট’ বল
নিউজিল্যান্ড সেই জোড়া ধাক্কা সামলে কাটিয়ে ওঠার আগেই ক্রিজে জমে যাওয়া অপর ব্যাটার ডারেল মিচেলকে আউট করে দেন সুন্দর। ৬২ তম ওভারে অফস্টাম্পের বাইরের বলটা একেবারে নিখুঁত সময় ঘুরে গিয়ে মিচ꧙েলের প্যাডে আছড়ে পড়ে। প্রাথমিকভাবে আউট দেননি অনফিল্ড আম্পায়ার। রিভিউ নেয় ভারত। আর তাতে দেখা যায় যে বলটা লেগস্টাম্পে লাগছে। ফলে ৫৪ বলে ১৮ রান করে আউট হয়ে যান আউট হয়♐ে যান মিচেল। বলটা যদি ওই সময় না ঘুরত, তাহলে নিশ্চিতভাবে ‘ইমপ্যাক্ট’-র কারণে বেঁচে যেতেন কিউয়ি তারকা।
আরও পড়ুন: DRS out: বিশ্বাস কর, আমি শুনেছি….সরফরাজের ꧃কাতর অ🦹নুরোধে গললেন রোহিত, আউট ইয়ং