ভারতের মাটিতে বিশ্বকাপের আসর প্রায় বসেই গিয়েছে। ৫ অক্টোবর থেকে মূল পর্বের খেলা শুরু হবে। তার আগে চলছে ওয়ার্মআপ ম্য෴াচ অর্থাৎ প্রস্তুতি ম্যাচ। শুক্রবার থেকে শুরু হয়েছে এই পর্ব। ইতিমধ্যেই অনেক দল এই প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে। আজ অর্থাৎ শনিবার ভারত খেলতে নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে। ꦇগুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে হবে এই ম্যাচ। বিশ্বকাপের মূলপর্বের আগে এই ম্যাচ নিজেদের দেখে নেওয়া সুযোগ থাকবে রোহিতদের কাছে। যদিও তারা সদ্য এশিয়া কাপ জিতেছে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতেছে।
এই দুই গুরুত্বপূর্ণ সিরিজ জেতার ফলে আত্মবিশ্বাসে ভরপুর গোটা ভারতীয় দল। বিশ্বকাপে নামার অপেক্ষায় রয়েছেন তারা। যদিও এই ম্যাচ ওয়ার্মআপ। তাই খুব একটা তাই নꦜিজেদের দেখে নেওয়ার যেমন সুযোগ রয়েছে, ঠিক তেমনই বিপক্ষ দলকে বুঝে নেওয়ার সুবর্ন সুযোগ। যদিও দুই দলই এখনই তাদের নিজেদের প্রধান অস্ত্র সামনে রাখবে না। কারণ এখন বুঝে নিলে মূল পর্বে সমস্যা দেখা দিতে পারে। তাই সবকিছু বুঝে শুনেই ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ভারত।
২০১১ সালের পর ফের ভারতের মাটিতে বিশ্বকাপের আসর বসেছে। স্বাভাবিক ভাবেই এবার যে ভারত ফেভারিট দল তা বলার অ♛পেক্ষা রাখে না। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে ভারতীয় দল কেমন ဣহবে তার দিকে নজর থাকবে প্রত্যেকের। ভারতীয় দলে শেষ মুহূর্তে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন। অজিদের বিরুদ্ধে সিরিজে বেশ ভালো পারফরম্যান্স করেছেন তিনি। এবার সেই সিনিয়র অশ্বিনকেই বিশ্বকাপ দলে রাখার সিদ্ধান্ত করেছে দল।
অন্যদিকে ইংল্যান্ড দলও প্রস্তুত এবারও কাপ নিতে। যদিও ভারতে বিশ্বকাপ হচ্ছে। ফলে চাপ যে থাকবে তা ভালো করেই জানেন তারা। তবে প্রস্তুতি ম্যাচে নামার আগে ক্লান্তি চিন্তায় রেখেছে ইংরেজদে🐎র। কারণ লন্ডন থেকে দীর্ঘ বিমান যাত্রার পর তারা গুয়াহাটিতে পৌঁছেছেন। মাঝে দুবাই এবং মুম্বইতে অনেকক্ষণের ট্রানজিট ছিল। সেই ক্লান্তি গ্রাস করে পারফরম্যান্স করতে💝 পারে কিনা ইংল্যান্ড দল, সেটাই এখন দেখার বিষয়।
এক নজরে দেখে নেওয়া যাক ভারত বনাম ইংল্যান্ড বিশ্বকাপের ওয়ার্মআপ ম্যাচের সম্ভাব্য একাদশ:-
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, হার্দিক পান্ড♒িয়া, শুভমন গিল, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং মহম্মদ শামি।
ইংল্যান্ড- বেন স্টোকস, ডেভিড মালান, হ্যারি ব্রুক, জো রুট, ক্রিস ওকস, লিয়াম লিভিংস্টোন,🥃 মইন আলি, জোশ বাটলার (অধিনায়ক), স্যাম কারান, মার্ক উড এবং রিস টপলি।