২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের 🔯ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা📖 ও ভারতের মধ্যে। এই ম্যাচটি ২৯ জুন শনিবার কেনসিংটন ওভালে, ব্রিজটাউন বার্বাডোজে অনুষ্ঠিত হতে চলেছে। টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-র প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট বুক করেছিল দক্ষিণ আফ্রিকা। অন্য ম্যাচে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। এখনও পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ প্রায় বেশির ভাগ ম্যাচেই পিচ নিয়ে প্রশ্ন উঠেছে এমন তা নিয়ে বিতর্কও হয়েছে। এবার তাই সকলের নজর রয়েছে বার্বাডোজের কেনসিংটন ওভালের পিচের দিকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবারের মতো ফাইনাল খে💃লা হবে টানা দুই ম্যাচ জয়ী দলের মধ্যে। দক্ষিণ আফ্রিকা এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত টানা ৮টি ম্যাচ জিতেছে, আর ভারত জিতেছে টানা সাতটি ম্যাচ। ভারতের একটি ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে গিয়েছিল। তবে ফাইনাল শুরু হওয়ার আগে সকলের নজর রয়েছে বার্বাডোজের পিচে দিকে। বিশ্ব ক্রিকেটে এই দুই দল যখনই মুখোমুখি হয়, তখনই দেখা যায় উত্তেজনাপূ🍃র্ণ ম্যাচ। এবারের ফাইনালেও দারুণ একটা ম্যাচের আশা করছেন গোটা ক্রিকেট বিশ্ব।
আরও পড়ুন… ডোপ টেস্টে ব্যর্থ! বিপদের মুখে জ্যাভলিন থ্রোয়ার ডিপি মনুর 🎶Paris Olympics 2024-এর স্বপ্ন
IND vs SA ফাইনাল ম্যাচের পিচ রিপোর্ট-
বার্বাডোজের কেনসিংটন ওভাল স্টেডিয়ামের পিচে বল ও ব্যাটের মধ্যে সমান প্রতিযোগিতা দ🧸েখা যায়। এই মাঠে, ফাস্ট বোলাররাও বাউন্সের সঙ্গে বল সুইং করার সুযোগ পান। একই সময়ে, স্পিনাররাও মধ্য ওভারে এই পিচ থেকে সহায়তা পেয়ে থাক💜েন। এই পিচে প্রথম ইনিংসের গড় স্কোর হয়েছে ১৫৩ রান। এই মাঠে টস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে।
আরও পড়ুন… T20 WC 2024: এটা তো ভারতের টুর্নামেন্ট- ইংল্যানꦉ্ড হারতেই পক্ষপাতিত্বেཧর অভিযোগ তুললেন মাইকেল ভন
বার্বাডোজের কেনসিংটন ওভাল স্টেডিয়ামের পরিসংখ্যান কী বলছে?
বার্বাডোজের কেনসিংটন ওভাল স্টেডিয়ামে খেলা ম্যাচগুলির কথা বলতে গেলে, এখানে মোট ৩২ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছিল। এর মধ্যে প্রথমে ব্যাট করা দল জিতেছে ১৯ বার।💃 একই সঙ্গে ১১ বার লক্ষ্য তাড়া করে জয় পেয়েছে অন্য দল। দুই ম্যাচে কোনও ফল পাওয়া যায়নি। এখানে সর্বোচ্চ রান তাড়া 🌱করা হয়েছে ১৭২ রান। এমন পরিস্থিতিতে বড় স্কোর গড়ার দিকে তাকিয়ে থাকবে দুই দলই।
আরও পড়ুন… Copa America 2024: বলিভিয়াকে গোল বন্যায় ভাসিয়ে কোয়ার্টারে উরুগুয়ে, পানামার💯 কাছে আটকে চাপে USA
ব্রিজটাউনের কেনসিংটন ওভাল রেকর্ড
মোট ম্যাচ- ৩২টি
যে দল প্রথমে ব্যাট করেছে সে দল জিতেছে-১৯ বার
যে দল প্রথমে বোলিং করেছে সে দল জিতেছে – ১১ বার
অমীমাংসিত ম্যাচের সংখ্যা -০২
প্রথম ইনিংসের গড় স্কোর- ১৫৩ রান
সর্বোচ্চ স্কোর- ২২৪/৫ ওয়েস্ট ইন্ডিজ বনাম ইং🎀ল্যান্ড
সর্বনিম্ন স্কোর- ৮০/১০ আফগান♕িস্তান বনাম দক্ষিণ✱ আফ্রিকা
সবচেয়ে বড় রান তাড়া🥃- ১৭২/๊৬ ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড
দুই দলেরই বোলিং শক্তি এই মাঠে বড় ভূমিকা পালন করতে পারে-
ভারত ও দক্ষিণ আফ্রিকার শক্তি তাদের বোলিং। দক্ষিণ আফ্রিকায় কাগিসো রাবাদা, এনরিখ নরকিয়া এবংℱ মার্কো জানসেনের মতো তিনজন ফাস্ট বোলার রয়েছেন। স্পিনে ফর্মে আছেন কেশব মহারাজ ও তাবরেজ শামসি। ভারতীয় দলে আর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরাহর মতো পেসারও রয়েছেন। কুলদীপ যাদবের স্পিন বোলিংয়ের সঙ্গে এবং রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের মতো স্পিনার রয়েছেন। এছাড়াও হার্দিক পান্ডিয়া ও শিবম দুবেও ভারতীয় দলকে বোলিংয়ে শক্তি বাড়াবে।