আর মাত্র দুটো দিন সলমন খানের ছবি ‘সিকন্দর’ মুক্তি পাবে বড় পর্দায়। সলমন ভক্তরা যে এই ছবির জন অধীর আগ্রহে অপেক্ষা করছেন তা বলাই বাহুল্য। ছবির ট্রেলার কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে। সেখানে সলমনকে চিরাচরিত ছন্দে অ্যাকশন হিরো অবতারে দেখা গিয়ছে। দেখা 🅷গিয়েছে তাঁর চরিত্র অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে।
বর্তমানে জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রচার। সে রকমই এক প্রচারমূলক অনুষ্ঠানে সলমনের সঙ্গে আড্ডায় যোগ দিয়েছিলেন ‘সিকন্দর’-এর পরিচালক এ আর মুরগাদ📖োস এবং অভিনেতা আমির খান। সেখানে তাঁরা ছবিটি নিয়ে নানা কথা বলেছেন। আমির সলমনকে অভিনেতা হিসেবেও প্রশংসা করেছেন। বিশেষ করে জানিয়েছেন যে, তিনি আবেগময় দৃশ্যে কতটা দক্ষ।
আরও পড়ুন: ‘অহংকার ছিল…’, স্বামীর কাছে লাঞ্ছ🎃না সয়েছেন অনামিকা! গায়ের ⛎রঙ কালো দেখে কেঁদেছিলেন শাশুড়িও
আমির সলমন সম্পর্কে কী বলেছেন?
আমির এবং সলমন মজা করে এ আর মুরগাদোসকে জিজ্ঞাসা করেছিলেন যে তাঁদের মধ্যে কে ভাল অভিনেতা? কারণ আমির আগে এ আর মুরগাদোসের সঙ্গে ‘গজিনী’ ছবিতে কাজ করেছিলেন। সলমন এ আর মুরগাদোসকে জিজ্ঞাসা করেছিলেন, ‘কে ভালো অভিনেতা? কে বেশি পরিশ্রমী? কে বেশি আন্তরিক?’ এই প্রসঙ্গে আমির মন্তব্য করেন, ‘সবই একঘেয়েমি।’ তা শুনে এ আর মুরগাদোস হাসলে, আমির বলেন, ‘স্যার, অভিনেতা হিসেবেও সলমন আমার থেকে ভালো। আপনি কি ♔‘দাবাং’ দেখেছেন?’
তাছাড়া এ আর মুরগাদোস বলেছেন যে, সলমন আবেগময় দৃশ্যগুলি খুব ভালো ভাবে ফুটিয়ে তুলতে পারেন। গ্লিসা🐽রিন ব্যবহার না করেই ইচ্ছে মতো চোখে জল আনতে পারে। তাঁর কথায় আমির একমত হয়ে বলেন, ‘না, কিন্তু আমি দেখেছি, আবেগময় দৃশ্যে সলমন অসাধারণ।’ পরিচালক বলেছেন যে ক্যামেরা শুধুমাত্র মুখের উপর🍌 ফোকাস করলে, অন্য কোনও অভিনেতা না থাকলে, আবেগময় দৃশ্য করা খুব কঠিন। কিন্তু সলমন ছবিতে এই দৃশ্যগুলি খুব ভালো ভাবে তুলে ধরেছেন।
আরও পড়ুন: হাতে চোট, মুখ ভর্তি দাড়ি, ꦏবাইকের পিছনে দক্ষিণী সুন্দরীকে নিয়ে উত্তরবঙ্গে কার্তিক! কী হল হঠাৎ?
তবে কেবল সলমন নয়, ‘সিকন্দর’ ছবিতে রশ্মিকা মন্দন্না🍎ও অভিনয় করেছেন। সলমন তাঁর নিষ্ঠা ও পরিশ্রমের প্রশংসা করেছেন। জানিয়েছেন যে, রশ্মিকা সারাদিন শ্যুটিং নিয়ে ব্যস্ত থাকতেন। ‘সিকন্দর’ এবং ‘পুষ্পা ২’-এর শিডিউল একসঙ্গে সামলাতেন তিনি। তাই বিশ্রামের জন্য খুব কম সময় পেতেন।