চাহাল ও ধনশ্রীর ডিভোর্স হয়ে গিয়েছে। প্রাক💧্তনের থেকে ৪ কোটি ৭৫ লাখ টাকা খোরপোষ পেয়েছেন ধনশ্রী। এদিকে এই বিচ্ছেদের আগে থেকেই চর্চায় রয়েছে চাহাল ও মাহভাশের প্রেমের গুঞ্জন। শোনা যাচ্ছে, ডাক্তার-ডান্সার স্ত্রীকে ডিভোর্স দিয়ে ক্রিকেটার আপাতত মজে আরজে, সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব মাহভাশে।
ক্রিকেটার যুজবেন𒐪্দ্র চাহালের সঙ্গে প্রেম♊ের গুঞ্জনের মাঝেই আরজে মাহভাশের সর্বশেষ ইনস্টাগ্রাম রিল নেটপাড়ার কৌতূহল বাড়িয়ে তুলেছে। যা দেখে অনেকেরই প্রশ্ন, তিনি কি নিজের রিল ভিডিয়োতেও সম্পর্কের স্ট্যাটাসের ইঙ্গিত দিয়েছেন?
কী আছে মাহভাশের এই রিলে?
রিলে মাহভাশ বলছেন, ‘ওহি হাজব্যন্ড হোগা’ যার অর্থ ‘শুধুমাত্র, সে-ই আমার স্বামী হবে’। যদিও তিনি যুজবেন্দ্রের নꦜাম উল্লেখ করেননি, তবে তাঁর পোস্টই অনুরাগীদের ভাবিয়ে তুলেছে।
আরজে মাহাভাশের পোস্ট প্রেমের গুঞ্জনে ইন্ধন যোগাচ্ছে
বুধবার, মাহভাশ যে ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেছেন, যেখানে তাঁকে হিন্দিতে বলতে দেখা যায়, ‘কোই লড়কা আয়েগা তো ও হোগা বস এক... ওহি ফ্রেন্ড হোগা, ওহি বেস্ট ফ্রেন্ড হোগা, ওহি বয়ফ্রেন্ড হোগা, ওহি হাজব্যন্ড হোগা…মেরা ওয়ালা কাফি হ্য়ায়।’ (আমার জীবনে যে ছেলেই আসুক না কেন, সে আমার জীবনের একমাত্র ছেলে হবে। সে আমার বন্ধু হবে, সে আমার বয়ফ্রেন্ড হবে, সে আমার স্বামী হবে। আমার জীবন তাকে ঘিরেই আবর্তিত হবে। আমি অকেজো মানুষ চাই না। আমি এমন পরিস্থিতিতে অন্য ছেলেদের সঙ্গে কথা বলতে পারি না। 'আমার পুরুষ মানুষই আমার ෴জন্য যথেষ্ঠ🔯। আর কারোর সঙ্গে কথা বলার তাগিদই আমি অনুভব করি না'।
পোস্টটির ক্যাপশনে ত🐓িনি লেখেন, ‘বাস এক হি হোগ♓া (শুধুমাত্র একজনই থাকবে)’।
ভিডিওটিতে ‘লাইক’ করছেন চাহাল অর্থাৎ ধরে নেওয়া যায়, মাহভাশের এই পোস্টে যুজবেন্দ্ররও অনুমোদনের রয়েছে। যা সোশ্যাল মিডিয়ায় চর্চার আরও কারণ হয়ে উঠেছে। একজন লিখেছেন, ‘এককো🅰ণে বসে ইউজি ভাই হাসছেন’। আরও একজন লিখেছেন, ‘সবকিছুই ক্ষণস্থায়ী কিন্তু ইউজি চাহালের পছন্দের জিনিস স্থায়ী’। এমনই বিভিন্ন মন্তব্য উঠে এসেছে।
যুজবেন্দ্র এবং মাহভাশের ডেটিং গুঞ্জন
যুজবেন্দ্র এবং মাহাভাশের মধ্যে প্রথম প্রেমের গুঞ্জন শুরু ধনশ্রীর সঙ্গে ডি✤ভোর্সের খবর শুধুই বন্ধু। পরে, দুব🐷াইতে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে স্টেডিয়ামে এই সুন্দরী তরুণীর সঙ্গে পাশাপাশি বসে ফের লেন্সবন্দি হন ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। ব্যস ওমনি চর্চা শুরু।
এদিকে এর আগে ২০২০ সালের ডিসেম্বরে স্বপ্নের অনুষ্ঠানꦯের মধ্যে দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন যুজবেন্দ্র এবং ধনশ্রী । তবে, তাঁদের বিয়ে বেশিদিন টিকেনি। জানা যায়,তাঁরা ২০২২ সাল থেকে আলাদাভাবে বসবাস করছিলেন♒। ২০২৫ সালের ২০ মার্চ মুম্বইয়ের বান্দ্রা পারিবারিক আদালতে তাঁদের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়।