আমির খান অভিনীত ' লাগান ' ছবিতে আশুতোষ গোয়ারিকরের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন অপূর্ব লাখিয়া। ২০০১ সালে মুক্তিপ্🌃রাপ্ত এই সিনেমা 🅠নিয়ে এখনও দর্শকদের উন্মাদনা থাকে তুঙ্গে। সম্প্রতি এই সিনেমার শ্যুটের সময় ঘটা বিশেষ ঘটনা, যাতে জড়িত ছিলেন আমির খান ও রণিত রায়, তা করলেন ফাঁস।
অপূর্ব লাখিয়া জানালেন সেটে সবাইকে সময়ে উপস্থিত করতে বেশ কড়া নিয়মকানুন রেখেছিলেন তিনি। আর এইসময়, সেই নিয়মকে বজায় রাখতে গিয়েই ঘটিয়ে ফেলেছিলেন অনভিপ্রেত এক ঘটনা। অপূর্ব জানান যে, তিনি ൲নিয়ম করেছিলেন নায়ক আমির-সহ, সমস্ত কাস্ট আর ক্রু একটি বাসে করে, একসঙ্গে সেটে যাবে। সেইসময় একবার আমির তাঁকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে, অনেক বয়স্ক ব্যক্তিও আছে। কিন্তু অপূর্ব নিজদের সিদ্ধান্ত থেকে নড়েননি।
আরও পড়ুন: কোলে ছোট্ট ফুটফুটে বাচ্চা! বিয়ের বছর ঘোরার আগেই মা-বাবা হলﷺেন আদৃত-কৌশাম্বি💝?
এখানেই থেমে থাকেননি অপূর্ব লাখিয়া, বরং গুজরাটে যেখানে থাকতেন সবা𒆙ই সেখানে প্রতিটা ফ্লোরে লাগিয়েছিলেন বড় বড় ঘড়ি। 🐷সেট বয়দের বলা ছিল, কোনো তারকার ব্যক্তিগত ঘড়ি অনুযায়ী না, সব কাজ হবে ওই ঘড়িগুলোয় দেখানো সময় অনুসারে।
আরও পড়ুন: পোয়াবারো ভিকির! শনিতেও ফাটিয়ে ব্যব𝓰সা ছাবা-র𝕴, টপকে গেল অক্ষয়ের স্কাই ফোর্সকে, ২ দিনে আয় কত
একটি নির্দিষ্ট সময়ে প্রতিদিন ছাড়ত বাস। তিন মিনিট অতিরিক্ত দেওয়া হয়েছিল, তার মধ্যে যে আসতে পারবে না, তাঁকে ছেড়েই চলে যাবে বাস, ঠিক হয়েছিল এই নিয়ম। এরপর গোল বাঁধে যখন তৃতীয় দিনে দেরি করেন খোদ আমির খান। এদিকে অপূর্ব লাখিয়ার চিন্তা একবার কথার খেলাপ করলে, কেউ তাঁর কথা শুনবে না। কিন্তু ড্রাইভার আমিরকে ছাড়া বাস চালাতে নারাজ। বাসের দরজায় দাঁড়িয়ে রণিত রায়, ♓যিনি আমিরের নিরাপত্তার দায়িত্বে।
আরও পড়ুন: ‘꧃সব হারানো’-র কথা ‘বিয়ার বাইসেপস’ রণবীরের প্রেমিকার ই𝕴নস্টায়, নিক্কিও ছাড়ল হাত?
শেষমেশ লাথি মেরে রণিতকে বাস থেকে ফেলে দেন অপূর্ব লাখিয়া। গলা চেপে ধরে ড্রাইভারকে ভয় দেখিয়েছিলেন,🔯 বাস না ছাড়লে মেরে ফেলবেন। সেদিন আমিরকে ছাড়াই চলে গিয়েছিল বাসটি। আর বলিউডের মিস্টার পারফেকশনিস্ট ২ ঘণ্টা লেটে পৌঁছেছিল সেটে। যদিও এই নিয়ে পরে কোনো কথা বলেননি আমির। এমনকী, আর কেউ কখনো লেটও করেননি লাগান-এর✅ শ্যুট চলাকালীন।