মুনমুন সেন এবং দুই কন্যা রিয়া এবং রাইমাকে রেখে চিরকালের জন্য না ফেরার দেশে চলে গেছেন ভরত দেব ভার্মা। এই আকস্মিক প্রয়াণে রীতিমতো স্তব্ধ গোটা পরিবার। বাবার মৃত্যুর পর খোলা চিঠি লিখতে দেখা যায় রিয়া এবং রাইমা দুজনকেই। ব🍷াবাকে হারানোর 𓄧যন্ত্রণা যে কতটা কঠিন, তা দুই অভিনেত্রীর চিঠিতেই বোঝা যায় বেশ স্পষ্ট ভাবে।
গত ১৯শে নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মুনম꧙ুন সেনের স্বামীর। বাবার মৃত্যুর ৮ দিন পর ইনস্টাগ্রামে এক হৃদয় নিংড়ানো বার্তা শেয়ার করেছেন রিয়া। ভরত ও মুনমুনের ছোট মেয়ে লিখেছিলেন, ‘যখন বাবা চলে গেল, তাঁর প্রভাব কিন্তু আমাদের হৃদয়ে আমাদের স্মৃতিতে রয়ে গেল। যে শিক্ষা উনি দিয়েছে, যে ভালোবাসা উনি ভাগ করে নিয়েছেন তা আমাদের পথ দেখাবে। আমরা সেই মুহূর্তগুলো উপভোগ করি। তা থেকে শক্তি পাই। জানি আজও উনি আমাদে🔴রই অংশ। ওঁনার উত্তরাধিকার আমাদের কাজে প্রতিফলিত হবে, ওঁনার মূল্যবোধ আমাদের মধ্যে গাঁথা রয়েছে।’
আরও পড়ুন: ব্রততীর কণ্ঠে ‘আমি সেই মেয়ে’ শুনে চোখে জল ইমনের, জাগো উমা-য় সঙ্👍গত আরাত্রিকা🐬দের
রিয় আরও লেখেন, আমি গর্বিত যে ভালো-খারাপ সব সময়ই আমি ওঁনার পাশে থাকতে পেরেছ𝔍ি। আমি নিজের সবটা দিয়ে ওঁনাকে ভালোবেসেছি। যতটা পেরেছি ওঁনার খেয়াল রেখেছি। যখন আমি দুঃখে থেকেছি, তখনও ওঁনার দিকে তাকিয়ে হেসেছি। তুমি চলে গেছো তার জন্য কোনও অনুশোচনা নেই। তোমার সঙ্গে কাটানো প্রত্যেক ভালো মুহূর্তের কথা স্মরণ করে আজ আমি হাসছি। তোমার সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো চিরকাল আমার হৃদয়ে স্মৃতি হিসেবে থেকে যাবে। যে শিক্ষা তুমি আমাকে দিয়েছো, সেটাই চিরকাল আমাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে।’
রিয়া আরও লেখেন,' তুমি দেখিয়েছো কীভাবে জীবনকে বড় করে বাঁচা যায়। তোমার উদারতা, 🥂আনন্দ মুখর জীবন সবসময় আমাদের বেঁচে থাকতে সাহায্য করবে। জীবনে ভালো বা খারাপ সময় যাই আসুক না কেন, তোমার কথা মনে করে সব সময় আমার মুখে🅷 হাসি ফুটে উঠবে।'
আরও পড়ুন: কোনও সম্পর্কই রাখতে চান না কাঞ্চন! নিঃশব্൩দে নিজেকে বদলে ফেলছেন পিঙ্কি, মায়ের পাশে ওশ
প্রসঙ্গত, রিয়া ছাড়াও রাইমাও কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বাবাকে নিয়ে। নিজের ছোটবেলার ছবি এবং বাবার অল্প বয়সের ছবি পোস্ট করে তিনি লিখেছিলেꦑন, ‘বাবা এখনও কিছু লিখে উঠতে পারছি না। কথা কম পড়ে যাচ্ছে। তুমি একজন ভালো বাবা এবং স্বামী ছিলে। এখানে যেমন রাজার মতো বেঁচেছো, ঠিক তেমনি ওখানে থেকো। তোমাকে ভীষণ মিস করবো🅷। ভালোবাসি তোমাকে।’