দু𝓡’সপ্তাহ আগে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন শিশুশিল্পী অদ্রিজা ও তার পরিবার। আপাতত সুস্থ আছেন সকলেই। তবে গুরুতর চোট লাগে অদ্রিজার হাতে। এখনো প্লাস্টার জড়ানো হাতে, সার নেই। সেই অবস্থাতেই শ্যুটিং শুরু করে দিয়েছেন খুদে অভিনেত্রী।
প্রাক্তন ফুটবলার বিদেশ বসুর বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা। হুগলির নাটাগড়ের কাছে সোমরাবাজার এল👍াকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়ি উল্টে যায়। গাড়ি চালাচ্ছিলেন অদ্রিজার মা। জখম অবস্থায় স্থানীয়রা 🍒তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়। তবে এখন সকলেই সুস্থ আছেন। দুর্ঘটনার ট্রমা কাটিয়ে উঠেছেন অনেকটাই।
শ্যুটিং ছেড়ে থাকা সম্ভব নয় শিশুশিল্পী অদ্রিজা মুখোপাধ্যায়ের কাছে। তাই তো ১২ বছরের খুদে শিল্পী হাতে প্লাস্টার নিয়েই শ্যুটিং শুরু করে দিয়েছেন ইতিমধ্যে। ‘বালিকা বধূ’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। জানা যায়, পরিচালকের কথা মতো গায়ে শাল জড়িয়ে শ্যুটিং সারবেন তিনি। যাতে হাতের প্লাস্টার কেউ দেখতে না পায় অনস্ক্রিনে। হাতের ব্যথাকে তোয়াক্কা 🥀না করেই ফ্লোরে অদ্রিজা। তাঁর সাহসিকতাকে প্রশংসা করছেন সকলেই।
‘বালিকা বধূ’, ‘দেবী চৌধুরানী’, ‘ফিরকি’, ‘মহাপীঠ তারাপীঠ’ সহ একাধিক বিখ্যাত ধারাবাহিকে অভিনয় করেছে সে। অভিনেত্রীর পথ ꦰদুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেছিলেন ভক্তরা। অদ্রিজার শ্যুটিং ফ্লোরে ফেরার খবর পেয়ে অনেকটাই স্বস্তিতে তাঁরা।&ꦏnbsp;