♉ ইতিমধ্যেই একাধিক বোর্ড এক্সাম শুরু হয়ে গিয়েছে। আগামীতে আরও কিছু পরীক্ষা শুরু হবে। তার মাঝেই শুরু হচ্ছে পরীক্ষা পে চর্চা ২০২৫। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই উদ্যোগের প্রথম পর্বে অতিথি হিসেবে আসছেন দীপিকা পাডুকোন। সেটারই ঝলক প্রকাশ্যে এল এদিন।
আরও পড়ুন: ꦓআম্বানি পরিবারের ৪ প্রজন্মের পুণ্যস্নান ত্রিবেণীতে, কোকিলাবেন, মুকেশ সহ মহাকুম্ভে এসেছেন কারা কারা?
কী ঘটেছে?
🐠এদিন মাই গভর্নমেন্ট অব ইন্ডিয়ার তরফে তাঁদের এক্স হ্যান্ডেলে পরীক্ষা পে চর্চা ২০২৫ এর প্রথম পর্বের ঝলক পোস্ট করা হয়। সেখানেই দেখা যাচ্ছে এক খুদে বলছে, 'এমন কোন জিনিস আছে যেটা আমরা করতে পারি আমাদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখা জন্য?' এরপরই দেখা যায় নিউ মম, তথা অভিনেত্রী দীপিকা পাডুকোন সেখানে আসেন। আর নিজের জীবনের, ছোটবেলার নানা গল্প ভাগ করে নেন। সাহস জোগান ছাত্র ছাত্রীদের তাঁদের পরীক্ষার জন্য।
🌺এদিন দীপিকাকে বলতে শোনা যায়, 'আমি খুবই দুষ্টু ছিলাম। আমি সবসময় সোফা, টেবিল, চেয়ারে উঠে ঝাঁপ মারতাম। কখনও কখনও খুব স্ট্রেস হয়ে যেত। আমি অঙ্কে খুবই কাঁচা ছিলাম আর আজও আছি। যেমন নরেন্দ্র মোদীজি ওঁর বই এক্সাম ওয়ারিয়রে লিখেছিলেন এক্সপ্রেস করো, কখনও চেপে যেও না। তাই সবসময় মনে যেটা চলছে সেটা কারও সঙ্গে ভাগ করে নাও, সে বন্ধু হোক, পরিবার হোক, মা বাবা হোক, বা শিক্ষক শিক্ষিকার সঙ্গে। লেখ নিজের মনের ভাবকে প্রকাশ করতে।'
൩তিনি এদিন একই সঙ্গে বলেন এক টানা পড়লে বা কাজ করলে কী হতে পারে। তাঁর কথায়, 'আমি টানা কাজ করেই যাচ্ছিলাম, আর একদিন অজ্ঞান হয়ে যাই। আর কিছুদিন পর বুঝি যে আমার ডিপ্রেশন হয়েছিল। নিজেদের ভিতরের গুণকে চিনতে শেখায়।'
আরও পড়ুন: 🌌খালি অরিজিতের বাড়িতে আড্ডা নয়, জিয়াগঞ্জের স্থানীয় দোকান থেকে মিষ্টি-লস্যি খেলেন এড শিরান!
🉐অভিনেত্রী এদিন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাতে চাই এই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যাতে তোমরা সবাই পরীক্ষার সৈনিক হিসেবে সফল হতে পারে, ভীত না হয়ে। আমি তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর নিজের সেরাটা দিতে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নাও।'